Site icon Trickbd.com

ফটোশপের কিছু প্রয়োজনীয় বেসিক টুল ও তার ব্যবহার

Unnamed

আমার আজকের লেখাটি তাদের জন্য যারা ফটোশপে নতুন, শিখতে ও কাজ করতে চাইছেন। ফটোশপের বিভিন্ন টুলসের ব্যবহার এখানে সহজ ভাষায় ক্রমান্বয়ে তুলে ধরার চেষ্টা করব। এখানে আপনি খুব বেসিক একটা ধারনা পাবেন আশা করি যা আপনাকে প্রাথমিক ফটোশপের কাজ করতে সাহায্য করবে।

মেনু বারঃ

ঠিক টাইটেল বারের নিচে মেনুবার থাকে, এখানে আপনি File, Edit, Image, Layer, Select, Filter, View, Windows, Help মেনুগুলো দেখতে পাবেন। এদের প্রত্যেকটিতে ক্লিক করলে একাধিক সাবমেনু দেখায়। যার দ্বারা ইমেজের ও ফাইলের জন্য বিভিন্ন প্রয়োজনীয় কমান্ড দেয়া যায়।

টুলস বক্সঃ

এডোবি ফটোশপের স্ক্রিনের বাম পাশে খাড়াখাড়িভাবে টুলস বক্স থাকে। এসকল টুলের আলাদা আলাদা কাজ রয়েছে , চলুন তবে জেনে নেয়া যাক বেশি প্রয়োজনীয় কিছু টুলের কাজ।

  1. Marquee tool : এই টুলের চার ধরনের কাজ, এগুলো হল –
  1. Move tool:

এই টুলের সাহায্যে আপনি ছবির লেয়ারকে স্থানান্তর করতে পারবেন, এতে ক্লিক করলেই দুই বা ততোধিক লেয়ার থাকলেও আপনার একটিভ লেয়ারটি নির্বাচিত হবে এবং আপনি ড্র্যাগ করে মুভ করাতে পারবেন।

  1. Lasso Tool:

এর সাহায্যে ছবির বিভিন্ন স্থান নির্বাচন করা যায়। এটি তিন ধরনের কাজ করে, যেমনঃ

Magic wand tool:

এর মাধ্যমে যে রঙের উপর রেখে নির্বাচন করা হবে সেই অংশটুকু নির্বাচিত হয়ে যাবে।

Crop tool:

এর সাহায্যে ছবিকে যেকোন জায়গা মনমতো সাইজে কেটে আলাদা করে নিতে পারবেন।

Healing brush tool:

এতে বেশ কিছু কমান্ড রয়েছে,

Stamp tool: এখানে দুইটি টুল রয়েছে –

History brush tool:

যদি কোন কারনে মনে হয় ছবিটি প্রাথমিক অবস্থায় নিয়ে যেতে চাইছেন তবে এক্ষেত্রে এই টুলটি কাজ করবে।

Eraser tool: ছবিতে কিছু মুছতে এর ব্যবহার হয়, এর তিন ধরনের ব্যবহার হয় –

Gradient tool: বিভিন্ন কালার সমন্বয় করতে এই টুল প্রয়োজন হয়,

Blur tool:

এই টুলের সাহায্যে ছবিকে মসৃন করা হয় অথবা আপনি কোন ছবি ঝাপসা করতে চাইছেন ছবির প্রয়োজনেই এই কাজ ও এই টুলের সাহায্যেই করা যাবে।

Sharp tool:

ছবিকে শার্প বা তীক্ষ্ণ করার জন্য এই টুল ব্যবহার করা হয়।

Smudge tool:

ছবিতে কোন রকম দাগ থাকলে তা মুছে দেয় কিন্তু ব্যাকগ্রাউন্ডের কোন কিছু মুছে না। এই টুল সিলেক্ট করে তা ছোট বাঁ বড় সুবিধামত সাইজ করে দাগের উপর ঘষলেই দাগ মুছে যাবে।

Dodge tool: এর দ্বারা ছবির ব্রাইটনেস বাড়ানো বাঁ আলো দেওয়া যায়। এর সাবমেনু আছে,

Path selection tool: এর দুইটি কমান্ড হল – Path selection tool এর সাহায্যে ছবিতে কোন পাথ বাঁ লেয়ার সিলেক্ট করা এবং Direct Selection Tool এর সাহায্যে পুরো লেয়ার সিলেক্ট করা হয়।

Pen tool: এতে ৫ টি সাব টুল রয়েছে। যেমনঃ

Hand tool:

ছবিকে স্থানান্তর করতে এই টুল ব্যবহার করা হয়।

জুম ইন্ডিকেটরঃ

এই বারের সাহায্যে আপনি আপনার কারেন্ট ডকুমেন্টের জুম কত পারসেন্ট আছে বুঝতে পারবেন। এটা টুল বারের নিচে থাকে ও স্ট্যাটাস বারের বাম পাশে।

স্ট্যাটাস বারঃ

চলমান ডকুমেন্টে কোন কাজ হচ্ছে, কোন টুল ব্যবহৃত হচ্ছে ইত্যাদি সম্পর্কিত সকল তথ্য এই বারের মাধ্যমে জানা যায়।

টাস্কবারঃ

কোন কাজকে মিনিমাইজ করা হলে টাস্কবারে এসে জমা হয়, যা ইচ্ছামত অন্য কাজের সময় মিনিমাইজ করে আবার পরে ম্যাক্সিমাইজ করা যায়।

এই টুলগুলো সাধারণত খুব বেশি ব্যবহৃত হয়, তাই যদি আপনি নিজেকে ফটোশপে কাজের উপযোগী করে গড়ে তুলতে চান তবে এই টুলগুলোর ব্যবহার জানা থাকলে আশা করি আপনি লাভবান হবেন।

প্রথম প্রকাশ

Exit mobile version