ভালো ছবি অনেক কষ্ট, অনেক সাধনার ফল। সেই কষ্টের ছবি যদি কেউ চুরি করে নিজের নামে চালিয়ে দেয় তাহলে কেমন লাগবে আপনার কাছে। সেই কষ্ট হয়ত আমরা কমাতে পারবনা, কিন্তু এই পদ্ধতিতে হয়ত শান্তনাটা পেতে পারেন…
রিভার্স ইমেজ সার্চ করে বের করতে পারেন আপনার নির্দিষ্ট ফটোটি আর কোথায় কোথায় ব্যবহৃত হয়েছে। tineye.com সাইটে গিয়ে আপনার ফটো আপলোড করে অথবা ফটোর ইমেজ লিঙ্ক দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন আর কোথায় এটি ব্যবহৃত হয়েছে। এভাবে খুব সহজেই এবং ফ্রি আপনার ইমেজ ব্যবহারকারীদের ধরতে পারবেন। এ ছাড়াও বিভিন্ন ব্রাউজার যেমন মজিলা, ক্রোম ইত্যাদির জন্য রয়েছে আলাদা এড-অনস সুবিধা।