Dear All Brother And Friends…
যে সকল ভিডিও তে Green – $ ছিন্ন থাকবে সে সকল ভিডিও গুলোতে ভরপুর এড শো করবে, মানী আগের মত এড শো করবে, বা ঐ সকল ভিডিওতে এড এর কোন পরির্বতন হবে না।
মনিটাইজ করা যে সকল ভিডিওতে Yellow – $ ছিন্ন, দেখাবে সে সকল ভিডিওতে কিছু পরিমান এড সো করবে মানে এড লিমিট বসাবে।
মনিটাইজ করা যে সকল ভিডিওতে Black – $ ছিন্ন দেখবে সে সকল ভিডিও গুলাতে কোন প্রকার এড সো করবেনা। তবে মনিটাইজ করা যে সকল ভিডিওতে Yellow & Black – $ ছিন্ন দেখাবে, ঐ সকল ভিডিও এর নিচে নতুন অপশন আসবে আপিল করার জন্য যাতে এড সো করার জন্য আপনি আপিল করতে পারেন। আপনি যদি কোন ভিডিওতে এড শো করার জন্য আপিল করেন,তখন ইউটিউব টিম ভিডিও টি রিভিউ করে দেখবে, যদি আপনার ভিডিওটি ঠিক থাকে তাহলে আগের মতই সব এড দেখাবে, আর ঠিক না থাকলে কোনদিন ও কোন এড সো করবে না। সো এখন থেকে শুধু এড ফ্রেন্ডলি ভিডিও বানালে চলবেনা পাসা পাশি টপিক সিলেক্সন ও ভাল ভাবে করতে হবে, যাতে এডভারটাইজার রা এড দিতে রাজি হয় আপনার ভিডিও তে। ইউটিউব আরো বলেছে তারা এই উদ্যোগ নেওয়ার কারন হছ্চে অনেক এডভারটাইজার কম্পানি এড ফ্রন্ডলি ভিডিও না হলে এড দিতে চায় না। যদি ভিডিও এড ফ্রন্ডলি হয় আবার তাদের প্রোডাক্ট/ টপিক রিলেটেড এড সো করে না। তাই খুব শীঘ্রই এই আপডেট হয়ে যাবে এবং সকলে পেয়ে যাবেন।
আমার প্রথম পোস্ট কোনো ভু্ল হলে মাফ করবেন।আমার সাইট ভিসিট করবেনআমার সাইট