Site icon Trickbd.com

হার্ড ড্রাইভ সম্পর্কে কিছু মজার তথ্য

SD-এর ব্যাবহার উত্তোরোত্তর বৃদ্ধি পাওয়ার ফলে ধুব শিঘ্রই বাজার থেকে হার্ড ড্রাইভ বিলুপ্ত হয়ে যাবে বলে মনে করছে বিশেজ্ঞোরা। তাই দেখে নেওয়া যাক বিলুপ্ত হতে চলা এই বস্তুটির বিষয়ে কয়েকটি মজাদার তথ্য।

হার্ড ড্রাইভের মধ্যে থাকে একটি ম্যাগনেটিক ডিস্ক, আর একটি হেডার। হেডারটি দিয়ে হার্ড ড্রাইভে রিড ও রাইট হয়। আর ম্যাগনেটিক ডিস্কে সব তথ্য সঞ্চিত থাকে।

সালে অ্যাপেলের বানানো প্রথম হার্ড ড্রাইভের ক্ষমতা ছিল 5MB। দাম ছিল ৩২০০ মাক্কিন ডলার (প্রায় ২,০৫,২০০ টাকা)। হার্ড ড্রাইভটির আয়তন ছিল একটি রেফ্রিজেরেটারের মতো। ওজন ছিল ২৫০ কেজি।

২৪ বছরে এতো বড় একটি হার্ড ডিস্ক একন মানুষের এক হাতের তালুতে বন্দি।

২০১৩ সালে ফেসবুক তাদেরন ডাটা সেন্টারে ৩০০ পেটা বাইট ডাতা স্টোর করেছিল। ইউটিউবে রোজ ৫০০ পেটাবাইট ডাটা স্টোর হয় বলে জানিয়েছে কোম্পানি। মুরের তত্ত্ব অনুযায়ী প্রতি বছরে কোম্পানিগুলির ডাটা স্টোরের পরিমান দ্বিগুন হয়ে যায়।

Exit mobile version