আ সসালামু আলাইকুম… সবাই কেমন আছেন। আশা করি সকলে ভাল আছেন।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনার তৈরিকৃত সাবটাইটেলটি সাবসিন ডট কমে আপলোড করবেন
আমরা অনেক কষ্টের বিনিময়ে একটি মুভির সাবটাইটেল তৈরি করে থাকি। কিন্তুু ঐ মুভির সাবটাইটেলটি আপনি চান আপনার বন্ধু এবং বিভিন্ন মানুষের সাথে শেয়ার করতে,,,,
আর সাবটাইটেল শেয়ার করার একমাত্র সাইট হল সাবসিন ডট কম…
তাই আমরা চাই আমাদের তৈরিকৃত সাবটাইটেলটি সাবসিন ডট কমে আপলোড দিতে এবং এর থেকে ভাল রেটিং অর্জন করতে,,,,
তাই আজ আমি আপনাদের মাঝে আজকের টিউনটি নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা টিউনটি a….z দেখবেন।।।।
যে ভাবে আপলোড করবেন :
Select file : এখানে ক্লিক করে আপনি যে সাবটাইটেলটি তৈরি করেছেন তা দেখিয়ে দিন।
Language : আপনি যেহেতু বাংলা সাবটাইটেল তৈরি করে ছেন সেহেতু Bangali selecte করুন
Release Names : এখানে আপনি মুভির নাম লিখুন। আর বেশিরভাগই এখানে প্রতিটা শব্দের শেষেই ডট (.) ব্যবহার করা হয়….
যেমন : 3.idiote.2009.720p.BluRay.Bengali.Subtitle
Release Type: এর মানে হলো আপনি কোন প্রিন্ট থেকে সাবটাইটেলটি করেছেন।
Production Type : এর মানে হলো আপনি কোন প্রক্রিয়ায় সাবটাইটেলটি করেছেন। আমরা যেহেতু অন্য ভাষার অনুবাদ করে সাবটাইটেল করছি তাই আমরা এখানে Translated a subtitle সিলেক্ট করব।
Comment : এটা আর বলা তো কিছু না,,,, আপনার সবাই জানেন।।।।
তো সকলে ভাল থাকুন সুস্ত থাকুন সব সময় আমার প্রিয় সাইট ট্রিকবিডির সাথে থাকুন।।।।
ধন্যবাদ।।।
8 thoughts on "কীভাবে আপনার তৈরিকৃত সাবটাইটেলটি সাবসিন ডট কমে আপলোড করবেন"