Site icon Trickbd.com

মাত্র ৫ মিনিটে যে কোন মুভীর সাবটাইটেল বাংলা ভাষায় পরিণত করুন by amir

Unnamed

আ সসালামু আলাইকুম… সবাই কেমন আছেন। আশা করি সকলে ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে মাত্র ৫ মিনিটে যে কোন মুভীর সাবটাইটেল বাংলা ভাষায় পরিণত করবেন

আমরা যারা মুভী পাগল তারা অবশ্যয় ইংলিশ, হিন্দী এবং কোরিয়ান বিভিন্ন ধরনের মুভী বাংলা সাবটাইটেলের মাধ্যমে দেখে থাকি।।।

একটি মুভির সাবটাইটেল মুভিটি রিলেজ হওয়ার সাথে সাথে মুভিটির সাবটাইটেল সাবসিন ডট কমে পাওয়া যায়। কিন্তুু প্রথমে বাংলা সাবটাইটেল পাওয়া যায় না সাবটাইটেল মেকাররা ইংলিশ সাবটাইটেল গুলো বাংলাতে রুপান্তর করে।

আর একটা মুভির সাবটাইটেল বাংলাতে পরিণত করতে ৩-৪ দিন লেগে যায়। এই জন্য আপনাদের সামনে একটি সহজ পদ্ধতি শেয়ার করতে যাচ্ছি।

যে ভাবে করবেন :

  • প্রথমে আপনি সাবটাইটেলটি Rename করতে যান। Rename করার সময় দেখতে পাবেন যে সাবটাইটেলটির শেষে . srt এটা কেটে লিখুন . txt
  • এখন আপনি Gooogle Chrom এ যান এবং নিচের মত করুন…
  • তারপর এই লিংকে যান এবং English to Bangla করে নিন।

    তারপর…

    তারপর…

    তারপর…

  • এখন এই লেখা গুলো কপি করে Jota text editor এ পেস্ট করুন এবং নিচের মত কাজ গুলো করুন।

    উপরে screenshote টা লক্ষ করে দেখুন প্রধান ফাইল অর্থাৎ ইংলিশ ফাইলটি এর মাঝে –> (২টা ড্যাশ) আছে।
    কিন্তু আমার অনুবাদ কৃত ফাইলে -> ড্যাশ একটা রয়েছে।

    এই সমস্যা দূর করার জন্য নিচের মত কাজটি করুন..

    তারপর প্রথম বক্স এ লিখুন – (১ টি ডেশ)
    নিচের বক্স এ লিখুন –(২ টি ডেশ)

    তারপর দেখুন সবগুলো Replace হয়ে গেছে

    এখন সেভ করুন এবং পূর্বের মত Rename এ গিয়ে .txt এর স্থানে .srt লিখুন।

    বি. দ্র : আমরা যেহেতু গুগল ট্রান্সলেটর এর অনুবাদ করেছি সেহেতু অনুবাদটা হবে আক্ষরিক অনুবাদ। যদি আপনি সঠিক অনুবাদ পেতে চান তাহলে আপনাকে কষ্ট করে লিখতে হবে।

    তো সকলে ভাল থাকুন সুস্ত থাকুন সব সময় আমার প্রিয় সাইট ট্রিকবিডির সাথে থাকুন।।।।

    আর যেকোন প্রয়োজনে ফেসবুকে আমি

    ধন্যবাদ।।।