যেগুলোর দাম কমেছে
বাংলাদেশের বাজারে তিনটি মডেলের
স্মার্টফোনের দাম কমিয়েছে হুয়াওয়ে।
প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
হুয়াওয়ে ওয়াইথ্রি ২০১৭ সংস্করণের দাম এখন ৭
হাজার ৯৯০ টাকা, যা আগের ছিল ৮ হাজার ৭৯০
টাকা। এছাড়া ৯ হাজার ৯৯০ টাকা থেকে কমে
হুয়াওয়ে ওয়াইফাইভ টু-এর দাম ৮ হাজার ৯৯০ টাকা
হয়েছে। হুয়াওয়ে ওয়াইসিক্স টু-এর দাম ১৪ হাজার
হয়েছে।
ফোন রিভিউ
হুয়াওয়ে ওয়াইথ্রি ২০১৭ সংস্করণটির ডিসপ্লে পাঁচ
ইঞ্চির। এর পেছনে ৮ ও সামনে দুই
মেগাপিক্সেলের ক্যামেরা আছে। অ্যান্ড্রয়েড
৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমচালিত
ফোনটিতে আছে এক জিবি র্যাম, আট জিবি রম
এবং কোয়াড কোর প্রসেসর। পাঁচ ইঞ্চি ডিসপ্লের
ওয়াই ফাইভ টুতে আছে কোয়াড কোর প্রসেসর, এক
জিবি র্যাম ও আট জিবি রম। এর পেছনে আট
মেগাপিক্সেল ও সামনে দুই মেগাপিক্সেল
ক্যামেরা আছে। সাড়ে পাঁচ ইঞ্চির ওয়াইসিক্স
মেগাপিক্সেলের ক্যামেরা
তথ্যসূত্র: Prothom Alo