সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন।চলুন শুরু করি
ইন্টারনেট জগৎ এর অদ্ভুত জগত ডিপওয়েব ও ডার্ক ওয়েব সম্পর্কে জানতে পেড়ে আপনি হয়ত এমনিতেই বিষ্মিত! এবার মারিয়ান’স ওয়েব সম্পর্কে জেনে একেবারে টাল হয়ে যাবেন।
১।মারিয়ানা ওয়েব হল নেট দুনিয়ার সবচেয়ে নিচের জগৎ! অর্থাৎ এর পরে আর কিছু নাই।
২।প্রশান্ত মাহাসাগরের সবচেয়ে গভীরতম স্হান ট্রেঞ্জ এর থেকে নামকরন হয়েছে মারিয়ানা’স ট্রেঞ্জ।
৩।এখানে রয়েছে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য,কালো জাদুর তান্ত্রিকেরা,পৃথিবীর সবচেয়ে ভয়ংকর ও বিষ্ময় জাগানো ভিডিও।
৪।ভিডিওগুলো এনকোড করা
৬।একজন ফ্রিল্যান্সারকে দিয়ে কোন এক অজানা ব্যাক্তি বিপুল টাকার বিনিময়ে এই জগতের অনেক কাজ করিয়ে নিয়েছিলেন।ওঐ ফ্রিল্যান্সারের কাছে ঐ সার্ভারের নির্দিষ্ট কিছু এলাকার এক্সেস ছিল।তাই সে কিছু কন্টেন্ট ডাউনলোড করেছিল,যা ডিকোড করে সে পুরো হ্যাং হয়ে গিয়েছিল
৭।এখানে সাধারন কোন হ্যাকারের কোন স্হান নেই
৮।বড় বড় হ্যাকাররাও কিছু করার আগে বহুবার ভাবে
৯।সুপার কম্পিউটার & নির্দিষ্ট ঠিকানা ও চাবি ছাড়া প্রায় এ জগতে ঢোকা অসম্ভব।