হায় বন্ধুরা, সবাই কেমন আছেন?
হয়তো অনেকে জানেন,তবে যারা জানেন না পোষ্টটি তাদের জন্য।
চলুন আলোচনায় যাই:
প্রথমে একটা কথা বলতে চাই সেটা হলো, মোবাইলের যে ব্রাউজার দিয়েই গুগলে যান না কেন, ডেক্সটপ ভার্সন অন করে নিবেন।নয়তো অপশনটি না ও আসতে পারে। এই অপশনটির মুল কাজ হল,আপনি যে বিষয়টি সার্চ দিবেন এ অপশনটি আপনাকে সরাসরি সেই বিষয়ের মুল পেইজে নিয়ে যাবে। লক্ষ্য করি, প্রথমে গুগলে যাই:
এবার বিষয়টি (যেমন: trickbd) লেখি, যাতে যেতে চাই। এভাবে:
এখন দেখুন আমাদের লেখা(trickbd) বিষয়ের মূল পেজে চলে আসছে।
আমার কাছে বিষয়টি খুব মজার।আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না।
আজ এ পর্যন্তই।ধন্যবাদ।