আসসালামুআলাইকুম,
বাংলাদেশের এন্ড্রয়েড ডেভেলপার দের জন্য একটি সুখবর নিয়ে হাজির হলাম… এখন বাংলাদেশ থেকেই খুলা যাবে Google merchant account।
যার ফলে কোন ঝামেলা ছাড়াই বাংলাদেশের এন্ড্রয়েড এপ ডেভেলপার রা Google play store এ Paid apps আপলোড করতে পারবেন ।
তাছাড়া এন্ড্রয়েড এপ ব্যবহারকারীরা ও আগের মতো এত্তো ঝামেলায় না গিয়ে খুব সহজেই বাংলাদেশে বসে এন্ড্রয়েড এপ কিনতে পারবেন।
এর ফলে বাংলাদেশী এন্ড্রয়েড ডেভেলপার এবং এন্ড্রয়েড এপ ব্যবহারকারী উভয়েই লাভবান হবেন ।
গোগল এর merchant account registration supported country list এ গেলে এখন দেখা যাচ্ছে Bangladesh থেকেই Google developer Merchant account খুলার ব্যবস্থা করে দিয়েছে গোগোল।
তাছাড়া সেখান থেকে আরো দেখা যায় এপ বেচা কেনা সব USD এর currency তথা আমেরিকান ডলার এ করতে হবে।
যেভাবে সেটাপ করবেন Merchant account:
আপনার ডেভেলপার কন্ট্রোল প্যানেল এ প্রবেশ করলেই বামে “Order Management” নামক নতুন একটি অপশন খুজে পাবেন।
তার পর “Setup merchant account” এ গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করুন …
তারপর নিচের মতো একটি এপ্রোভাল মেসেজ পাবেন।
কিছু কমন প্রশ্নঃ (কমেন্ট সেকশনে আরো প্রশন করতে পারেন )
Credit card statement name কি?
যখন কেউ আপনার এপ কিনবে তাদের ক্রেডিট কার্ডের কন্ট্রোল প্যানেল এ সেই Transaction টা দেখাবে। সেখানে কোথা থেকে তাদের থেকে ফি কাটা হয়েছে সেটা জানার জন্য এই credit card statement name ব্যবফার করা হয় যা দেখে ক্রেডিট কার্ড ইউজার তাদের কার্ড কোথায় ব্যবহার হয়েছে সেটা সনাক্ত করতে পারে।
Merchant account খুলা এবং কীভাবে খুব সহজেই প্লে ষ্টোর থেকে এপ কিনবেন সেই ব্যাপারে বিস্তারিত আপডেটেড পোষ্ট পেতে চোখ রাখুন ট্রিকবিডিতেই।