Site icon Trickbd.com

[News] Play Store থেকে ব্যান করা হলো UC Browser কে। তাই এখনি সতর্ক হোন, আর বন্ধুদের জানিয়ে দিন।

Unnamed

সবাই আশা করি ভাল আছে।

অনেকেই হয়ত জানেন না যে আজকে Play Store থেকে Uc Browser রিমুভ করা হয়েছে,
শুধু UC Mini প্লে স্টোরে আছে।
এটাও যেকোনো সময় ব্যান হতে পারে।
তাই সময় থাকতে সতর্ক হোন।
************
নিচের অংশটুকু “সাইবার ৭১” এর পোস্ট থেকে নেয়া।
***********
UC Browser এখন ব্যবহার করা একদম Risky 🙂

Google এইটাকে Security issues এবং Adware ও Malware সাথে Sexual Content User দের দেখার জন্য Force করেছে এর কারণে Google Play Store থেকে রিমুভ করে দিয়েছে Apps টি!
তাই সবাই এটিকে আপনার ফোন থেকে রিমুভ করে দিন! 🙂
আর আপনার যে যে Friends রা এইটি ব্যবহার করে তাদের বলুন এইটি Remove করে দিতে! 🙂
সবাইকে Share/Mention করে জানিয়ে দিন বিষয়টি!