সবাই আশা করি ভাল আছে।
শুধু UC Mini প্লে স্টোরে আছে।
এটাও যেকোনো সময় ব্যান হতে পারে।
তাই সময় থাকতে সতর্ক হোন।
************
নিচের অংশটুকু “সাইবার ৭১” এর পোস্ট থেকে নেয়া।
***********
Google এইটাকে Security issues এবং Adware ও Malware সাথে Sexual Content User দের দেখার জন্য Force করেছে এর কারণে Google Play Store থেকে রিমুভ করে দিয়েছে Apps টি!
তাই সবাই এটিকে আপনার ফোন থেকে রিমুভ করে দিন! 🙂
আর আপনার যে যে Friends রা এইটি ব্যবহার করে তাদের বলুন এইটি Remove করে দিতে! 🙂
সবাইকে Share/Mention করে জানিয়ে দিন বিষয়টি!