সালাম ট্রিকবিডিবাসি
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন।আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
ট্রিকবিডি ইউজার রেজিস্ট্রেশন ফর্ম সম্পর্কে সবাই জানেন। ট্রিকবিডিতে বর্তমানে সরাসরি Account Create করা যায়না। Trickbd তে Account খোলার জন্য একটি ফর্ম পূরন করে সাবমিট দিতে হয়!
So, আজকে দেখাবো কিভাবে আপনি আপনার সাইট এর জন্য ট্রিকবিডির মতো ইউজার রেজিস্ট্রেশন ফর্ম অথবা আপনার ফেসবুক গপ্পের পেজ/গ্রুপ এর ভিউয়ার এর গল্প পাঠানোর জন্য একটি ফর্ম বানাবেন’ যে ফর্ম এর মাধ্যমে আপনাদের কাছে গল্প / অন্য কিছু পাঠাবে।
আমার বানানো ফর্মটি দেখে-নিন এখানে Click করে
তো’ চলুন আজাইরা প্যাঁচাল বাদ দিয়ে শুরু করা যাক
At first আপনি আপনার Browser থেকে এই সাইটে যান
Then দেখুন ডান পাশের উপরের কোনায় তিনটা ডট চিহ্ন দেখা যাচ্ছে। ডট চিহ্নে Click করুন।
এরপর দেখুন অনেকগুলো অপশন এসেছে। এখান থেকে আপনি Forms এ Click করুন
Forms এ Click করার পর নতুন একটি Page Open হবে এবং সেখানে Go to Google Form নামে একটা লেখা দেখতে পাবেন। Go to Google Forms এ Click করুন
নতুন একটি পেজ ওপেন হবে। ওপরে ডান পাশের কর্নারে টিনটি ডট চিহ্ন দেখতে পাবেন। সেখানে Click করুন।
এবার Setting এ Click করুন
Setting এ Click করার পর নতুন একটি Page Open হবে এবং আমি যেভাবে পেজে কাজ করেছি ঠিক সেভাবে করুন
কাজ করা শেষ হবে Save এ Click করে Save করুন
Save করার পর দেখুন আগের পেজে চলে এসেছে এবং সেখানে untitled Form And Form Description নামে দুইটা Box আছে
আপনি প্রথম বক্সে ফর্ম এর নাম লিখবেন এবং ২য় বক্সে ফর্ম ডিসক্রিপশন দিবেন
নিচের স্ক্রিনশট এর মতো করে
উপরের স্ক্রিনশটে দেখুন (+) অপশন দেখা যাচ্ছে। (+) অপশনে Click করে আরো Question Add করতে পারবেন
আমাদের বানানো ফর্মটি দেখে নেয়া যাক↓
আমি ফর্ম পুরন করে সাবমিট দিয়ে দেখাচ্ছি↓
উপরের স্ক্রিনশটে দেখুন সাবমিট Successful↑
এখন ভিজিটদের Submit করা Form গুলো কোথায় পাবেন?
আপনার তৈরি করা লিংকে যান এবং দেখুন Responses নামে একটা অপশন আছে ‘সে অপশনে Click করুন এবং সেখানে সাবমিট করা সব Form দেখতে পাবেন।দেখুন আমার সাবমিট দেয়া form টির সংখ্যা দেখাচ্ছে!
অথবা আপনার ইমেইলে নোটিফিকেশন পাওয়ার জন্য নিচের স্ক্রিনশটের মতো Get New notification For new responses On করে দিন
আর হ্যা, আপনি যদি আপনার পেজ এর জন্য একটি ফর্ম তৈরি করতে চান তাহলে আপনাকে প্রথমে Your Name (Short Answer) এবং ২য় Question এ Your Story (Paragraph) দিয়ে দিবেন। ( মনে রাখবেন Your Story তে যদি paragraph অপশন টি না দেন ‘ তাহলে কেউ ফুল স্টোরি পাঠাতে পারবে না।)
However ‘আজ এই পর্যন্ত। ভালো থাকবেন + ভালো রাখবেন। আল্লাহ্ তায়ালা বাচিয়ে রাখলে দেখা হবে আগামী কোন টিউনে। Byee!
ফেসবুকে আমি 🙂