Be a Trainer! Share your knowledge.
Home » Electronics » [Electrigic Helper] দেখুন কিভাবে তৈরি করবেন ইলেক্ট্রিক্যাল ডায়াগ্রাম তাও আবার ফোন দিয়েই! সাথে আরও অনেক কিছু! মোডারেটর রা অবশ্যই দেখুন!

[Electrigic Helper] দেখুন কিভাবে তৈরি করবেন ইলেক্ট্রিক্যাল ডায়াগ্রাম তাও আবার ফোন দিয়েই! সাথে আরও অনেক কিছু! মোডারেটর রা অবশ্যই দেখুন!

আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভাল আছেন।
আগে বলে নেই এই পোস্টের নাম Electrigic Helper দিয়েছি
কারন আমারই ছোট ভাই শরীফ উদ্যোগ নিয়েছে সিরিয়াল ভাবে
ইলেক্ট্রিক্যাল পোস্ট করার,,,আর সে নাম দিয়েছে Electrigic! যেহেতু আমার পোস্ট ওকে [মুলত সবাইকে] হেল্প করবে তাই এই নাম দিলাম।
তো আসল কথায় আসি! ইলেক্ট্রনিক বিষয়ে পোস্ট করতে হলে ডায়াগ্রাম ই হল আসল কারন আপনি যতই লিখুন আর বোঝান কিন্ত ডায়াগ্রাম না দিতে পারলে গ্রাহক কিছুই বুঝবেনা। আর আমাদের ডায়াগ্রাম করতে সমস্যা হচ্ছে, প্রথমত আমাদের কম্পিউটার নাই! আর দ্বিতীয়ত ডায়াগ্রাম আঁকতে গেলে যেসব আইকন বা পিক দরকার সেগুলি আমাদের নেই! এবং কি গুগল থেকেও পাওয়া যায়না। তো আজ দেখাব কিভাবে মোবাইল থেকেই ডায়াগ্রাম আকা যায়!

এর জন্য কিছু টিপসঃ

১) সবসময় যতসম্ভব পারা যায় বড় সাইজের সাদা পিকচারে ডায়াগ্রাম আঁকবেন। কারন সাদা পেজে ডায়াগ্রাম দৃষ্টি মধুর হয় আর বড় সাইজ হচ্ছে জুম করার সুবিধার জন্য।
২) ডায়াগ্রাম এ রেখা আকার জন্য [ _ ] হাইফেন ব্যাবহার করুন। পেজটা জুম করবেন আর হাইফেন টা ছোট করবেন। দেখবেন রেখা হয়ে গেছে।
৩) পিক্সার্ট ব্যাবহার করবেন। কারন পিক্সার্ট ব্যাবহার করাই উত্তম এবং সহজ হবে।
৪) ডায়াগ্রাম টা আগে খাতায় ভাল করে আঁকবেন। তারপর সে অনুযায়ী চিত্রে তুলবেন।
৫) ডায়াগ্রাম আকার ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ ডান (সেভ)করবেন,,,,অর্থাৎ আপনি একটা রেখা বা সুইচ অংকন করলেন বা স্থাপন করবেন,,,তবুও এটা ওকে রেখে করবেন যাতে অন্য কিছু স্থাপন করতে গেলে হাতের চাপে অজান্তেই স্থাপন করা চিত্র এলোমেলো না হয়ে যায়।
এবার প্রয়োজনীয় কিছু চিত্র আপনাদের দেয়া যাক!
[এগুলি আমার নিজের হাতে তৈরি করা]

চিত্রঃ ডায়োড (Diode)

চিত্রঃ লাল বাতি=( Indicator Bulb)

চিত্রঃ ২ ধরনের রেসিস্ট্যান্স(Resistance)

চিত্রঃ সুইচ( Switch)

চিত্রঃ ব্যাটারির প্রান্তে সংযোগ দিতে তারের মাথা!


আপাতত এগুলি দিয়েই চলবে। তবে আরও কোন চিত্রের প্রয়োজন হলে কমেন্ট এ বলুন। আমি তৈরি করে এড করে দেব।
এবার আসুন প্রমান দেই এসব চিত্র দিয়ে ডায়াগ্রাম তৈরি করা যায় কিনা।

চিত্রঃ মোবাইল দিয়ে তৈরি করা ডায়াগ্রাম।


কি বিশ্বাস হলতো? আর একটা কথা! আপনারা যদি চান যে ট্রিকবিডি তে Electronics নামে ক্যাটাগরি খোলা হোক তাহলে কমেন্ট এ সাপোর্ট দিন।

ধন্যবাদ সবাইকে।

আমার আরও কিছু পোস্ট প্লিজ দেখে আসুন

আমার মেগা পোস্ট গুলি

দলীয় পোস্টার বানান ফোন দিয়েই,,, তৈরি করে সবাইকে চমকে দিন। ফেসবুকে আপলোড করে ক্রেডিট নিন
.

.
Facebook Cover Art তৈরী করুন! আর সাথে শিখে নিন Pics art দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা! Picsart Tutorial!
.
.
অনাকাঙ্ক্ষিত ফোন আসা/ ইভটিজারদের ইচ্ছামত শাস্তি দিন,,, মাত্র একটু বুদ্ধির জোরে,,,,,,
.
.
সবাই বলুন যে ইলেক্ট্রনিকস ক্যাটাগরি চান কিনা! আর দোয়া করবেন যাতে ইলেক্ট্রনিক্স এর জ্ঞান আপনাদের মাঝে ছড়িয়ে দিতে পারি।

6 years ago (Dec 25, 2017)

About Author (6)

SHUPTO SHARKAR
author

মানুষ কর্তব্য ভুলে গেলেও অধিকার মনে রাখে.......... MR. Homosapiens SHUPTO SHARKAR

Trickbd Official Telegram

32 responses to “[Electrigic Helper] দেখুন কিভাবে তৈরি করবেন ইলেক্ট্রিক্যাল ডায়াগ্রাম তাও আবার ফোন দিয়েই! সাথে আরও অনেক কিছু! মোডারেটর রা অবশ্যই দেখুন!”

  1. Mostak Ahmed Author says:

    ইলেক্ট্রনিকস ক্যাটাগরি চাই।

  2. RS Rabby Contributor says:

    ভালো পোস্ট ভাই চালিয়ে যান পাশে আছি,,,,

  3. MD_Mizanur_Rahman Contributor says:

    সুন্দর পোষ্ট

  4. AH Raju Author says:

    Nice Vai…

    অনেক সুন্দর হইছে,,,নিজেও শিখলেন আর সবাইকে শিখালেন।

    ধন্যবাদ

    • MARZ SHUPTO Author Post Creator says:

      হুম মানুষের অজ্ঞতার প্রতি অসন্তুষ্টি ই মানুষকে জানার প্রতি আগ্রহী করে তোলে,,,,আমিও হয়ত সেরকম একজন মানুষ।

  5. Shimul2466 Contributor says:

    আমি ইলেক্ট্রনিক্স নয়ে ইঞ্জিনিয়ারিং পড়তেছি,
    আমি এই ধরনের আরো ভালো ভালো পোস্ট করতে পারব,আমাকে Author হতে কি করা লাগবে

    • MARZ SHUPTO Author Post Creator says:

      নোটিশ পোস্ট টা দেখে আসুন হোম পেজ থেকে।
      প্রথমে এমন ৩ টি পোস্ট করুন যা কপি পেস্ট ছাড়া নিজে লিখা,,,আর উচ্চমান সম্পন্ন। তারপর ট্রেইনার রিকোয়েস্ট করুন ধন্যবাদ।

  6. Sanjit Author says:

    সুন্দর চালিয়ে যান

  7. tanvir bijoy Contributor says:

    move this post to new category

  8. v Box? Contributor says:

    jodi parents ki babay powerful receiver antenna banatay hoiay ta niay post koren

  9. MD SHAWON Author says:

    আমি Arduino,HC05 bt module deye BLuetooth controled light banate chy..help korte parbn??

  10. mcshoaibhossain Contributor says:

    অবশ্যই খোলা হোক

Leave a Reply

Switch To Desktop Version