আশা করি সবাই সবার মতো ভালো আছি ।
আজকে একটু ভিন্ন ধরনের পোষ্ট নিয়ে এসেছি আশা করি সম্পূর্ণ পড়লে বুঝতে পারবেন ।
মূলত পোষ্টটি ছাত্রদের এবং অন্যদেরও অনেক অনুপ্রাণিত করবে এই আশা নিয়ে আজকে আমার পোষ্ট করা ।
আসলে আমাদের জীবনে একটি ভালো উদ্দোগেই বয়ে আনতে পারে ভবিষ্যতের চাবিকাটি ।
যেমন : 10 মিনিট স্কুল এর প্রতিষ্ঠার নাম হয়তো অনেকে শুনে থাকবেন । তার একটি উদ্যোগেই তাকে উচ্চ শিখরে নিয়ে গিয়েছে । আমাদের না পারার কারণটি মূলত বই পড়ায় অনিহা এবং সারা দিন রাত যদি অনলাইনে থাকি তাহলেই ভালো ।
A. P. J. Abdul Kalam (15 October 1931 – 27 July 2015), was the 11th President of India from 2002 to 2007. তিনি বলেছেন:
Knowledge equal to. “creativity righteousness and courage” অর্থাৎ ঙ্গান সমান সৃজনশীলতা ন্যায় ও সাহস ।
তাহলে আমরা কেন নয় । ঙ্গান কি শুধু বইয়ের মধ্যেই?
মূলত আমি বেশি কিছু বলছি না ।
আমি, আমরাও চাইলে এরকম ভালো একটা উদ্দোগ নিতে পারি ।
তাই নয় কি?
যেহেতু ঙ্গান সমান
সৃজনশীলতা ন্যায় ও সাহস
আমরাও কি পারি না সৃজনশীলতা ন্যায় ও সাহসী হতে?
হ্যা আমরাও পারব । পারব পারব পারব , অবশ্যই পারব ।
এই গ্লোবাল দুনিয়াটাই যেন একটা পরিবারের অংশ হয়ে গেছে ।
আমরাও একটা উদ্দোগ, ছোট্ট উদ্যোগ নিলে কেমন হয়?
আসলে, আমাদের সৃজনশীলতা আছে, ন্যায়ও আছে কিন্তু মনে হয় সাহস নাই ।
আসলে তা সম্ভব না ।
সবাই ছোট্ট 0 থেকে পয়সা, 4 আনা, 8 আনা, 12 আনা, এক টাকা, 100 টাকা, 1 লাখ, কোটি পতি হয়েছে যা একদিনে সম্ভব হয় নি ।
আচ্ছা যাই হোক ।
বেশির ভাগই এই সাহস নামক শব্দটি আসে ঠুনকো কিছু ভাষা থেকে । আর আমরা বেশির ভাগই ইংরেজীতে দূর্বল, তাই নয় কি?
প্রতি বছরই PSC,JSC,SSC,HSC সবাই যেন দিশে হারা হয়ে গেছে এই ইংরেজি নামক জন্তু থেকে ।
দেশের মন্ত্রীর মাথা ঠিক নাই পরীক্ষার রেজাল্ট দেখে, অন্যদিকে প্রশ্নপত্র ফাঁস-টাস তো আছেই ।
আসলে আমাদের নিজেদের পরিকল্পনা নিজেদেরকেই নিতে হবে তার কোন বিকল্প নাই । নাই নাই নাই রে ভাই ।
So friends,
অনেক বকবক করলাম ।
মূল বিষয়ে আসি ।
আমরা একটা English Spoken Groups করার চেষ্টা করব, যেখানে আমরা সবাই একে অপরের বন্ধু
সাহসীরা ????
আসুন ।
App name: Hello Talk Learn
আসলে এপসটিতে সবাই আমরা একে অপরের ইংরেজী পার্টনার
।
2017 সালের best app এর মধ্যে এটি একটি ।
তারপর install করে একাউন্ট করে শুরু করে দিন আপনার ইংরেজী পার্টনার এর সাথে chat, audio call, video call etc.
আসলে, এখানে অনেক মানুষ পাবেন partner হিসেবে কিন্তু সবাই আপনার মতো নয় ।
তাই ইচ্ছে হলে গ্রুপ করে এই ইংরেজী নামক জন্তুটির ঝালাই করানো সম্ভব ।
Group মিলে ইংরেজি partner এর সাথে গ্রুপ কল, chat এ অংশগ্রহন করার জন্য অবশ্যই আমাকে সার্চ করে এড করে নিবেন ।
আমার id: nikhilroy2
আর বন্ধুরা, বিশেষ সতর্ক হলো এখানে ইংরেজি ছাড়া বাংলায় কথা বলা নিষেধ । যদিও আমরা বাংলাদেশী, আমরা আমাদের দেশকে ও ভাষাকে খুবই ভালোবাসী । আমরা শুধু এই ইংরেজী নামক জন্তুটি ঝালাই অর্থ্যাৎ spoken করার জন্যই এই সতর্কতা রাখব ।
যারা আমার সাথে একমত, দয়া করে আমাকে আপনার id তে add করবেন যেন সবাই একে অপরের সহযোগিতাই এই ইংরেজি ভাষাই পরিপূর্ণতা অর্জন করতে পারি ।