Site icon Trickbd.com

আসুন জেনে নিই কিভাবে গুগল শুরু হয়েছিলো । জেনে রাখা ভালো কাজে আসতে পারে

Unnamed

আসসালামু আলাইকুম ।
আজকে আমি ট্রিকবিডির সাথে নতুন একটা ট্রিক শেয়ার করতে যাচ্ছি । আজকাল কিছু মনে না পড়লে, বা জানতে চাইলে
‘গুগল’ সার্চ করা হয়।
মানুষের স্মৃতিশক্তি অনেকটাই
হয়ে পড়ছে গুগলভিত্তিক।
অনেকেই হয়তো
বিশ্বাস করতে চাইবেন না একসময় পৃথিবীতে গুগল
ছিল না।
চাইলেই এক সার্চে হাজার হাজার তথ্য পাওয়া
যেত না।
কারণ তখনো গুগলের দুই প্রতিষ্ঠাতার
দেখা হয়নি।
১৯৯৫ সালে দেখা হয় গুগলের দুই প্রতিষ্ঠাতা
সার্গেই ব্রিন এবং ল্যারি পেজের। ব্রিন তখন
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের
ছাত্র। সেই সময় নতুন আরেক ছাত্রকে ক্যাম্পাস
ঘুরিয়ে দেখানোর দায়িত্ব দেওয়া হলো তাঁকে।
স্ট্যানফোর্ডের সেই নতুন ছাত্রের নাম ল্যারি
পেজ।
ল্যারি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছেন মিশিগানে। এখন
পিএইচডি করতে চাচ্ছেন স্ট্যানফোর্ডে।
দুজনই পিএইচডি শুরু করলেন স্ট্যানফোর্ডে।
১৯৯৬ সালে তাঁরা একটি রিসার্চ প্রজেক্টে কাজ শুরু
করেন। ইন্টারনেট সার্চিংয়ের ক্ষেত্রে তাঁরা
আরো সহজ এবং দ্রুতগতির কোনো ব্যবস্থা
নিয়ে ভাবছিলেন। তাঁরা তাঁদের নতুন এই প্রযুক্তির নাম
দেন ‘পেজ র্যাংক’। বিভিন্ন ওয়েবসাইটের

পেজের সংখ্যা এবং তাঁদের গুরুত্ব বিবেচনায় এনে
সাইটগুলো সার্চ রেজাল্টে চলে আসত।
প্রথমে পেজ এবং ব্রিন তাঁদের সার্চ ইঞ্জিনের
নাম রাখলেন ‘ব্যাকরাব’। কারণ কোনো
ওয়েবসাইটের ভেতরের খবর যাচাই বাছাই করে তা
সার্চ রেজাল্টে দেখাতো। পরে তারা নিজেদের
তৈরি সার্চ ইঞ্জিনের নাম বদলে রাখেন গুগল
(google), অবশ্য এই নামও এসেছে ভুল করে
googol লিখতে গিয়ে হয়ে গেল google!
একেবারে প্রাথমিক পর্যায়ে স্ট্যানফোর্ড
ইউনিভার্সিটির ডোমেইন দিয়েই চালু ছিল গুগলের
ওয়েবসাইট google.stanford.edu এবং z.stanford.edu
নামে।
১৯৯৭ সালের ১৫ সেপ্টেম্বর প্রথম গুগলের
নামে আলাদা ডোমেইন রেজিস্ট্রেশন করা হয়।
অফিস নেওয়ার পয়সা ছিল না তখন পেজ ও ব্রিনের
হাতে। তাই বন্ধুর গ্যারেজ ভাড়া করে সেখানেই
গুগলের কার্যক্রম শুরু করেন তাঁরা। ক্যালিফোর্নিয়ার
মেনলো পার্কে অবস্থিত সেই গ্যারেজ এখন
পরিচিত ‘গুগল গ্যারেজ’ নামে। গুগলের প্রথম
কর্মী হিসেবে যোগ দেন স্ট্যানফোর্ডের
পিএইচডির ছাত্র ক্রেইগ সিলভারস্টেইন।
১৯৯৮ সালে গুগলে প্রথম বিনিয়োগ করেন সান
মাইক্রোসিস্টেমসের সহপ্রতিষ্ঠাতা অ্যান্ডি
বেচটোলসিম। এক লাখ ডলার ছিল তাঁর বিনিয়োগের
পরিমাণ। এর পর পরই ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর
ইনকরপোরেটেড হয় গুগল।
১৯৯৯ সালের মার্চে ক্যালিফোর্নিয়ার পালো
আল্টোতে নিজেদের অফিসে যাত্রা শুরু করে
গুগল। যদিও সেই সময়ই গুগল বিক্রি করে দিতে
চেয়েছিলেন পেজ ও ব্রিন। কারণ এটা তাঁদের
প্রচুর সময় নষ্ট করছিল এবং লেখাপড়ার ব্যাঘাত হচ্ছিল।
এক্সাইটের প্রধান নির্বাহী জর্জ বেলের কাছে
গুগল বিক্রির প্রস্তাব দেন পেজ ও ব্রিন। মাত্র ১০
লাখ ডলার চেয়েছিলেন তাঁরা এর বিনিময়ে।
এক্সাইটের পক্ষে দর কষাকষি করেন ভিনোদ
খোসলা। তিনি সাড়ে সাত লাখ ডলারে কিনতে
চেয়েছিলেন গুগলকে। কিন্তু পেজ ও ব্রিন রাজি
না হওয়ায় সে সময় বিক্রি হয়নি গুগল।
ওই বছরের ৭ জুন আড়াই কোটি ডলারের বিনিয়োগ
পায় গুগল। ক্লেইনার পার্কিন্স কওফিল্ড অ্যান্ড বায়ার্স
এবং সেকুইয়া ক্যাপিটাল এই অর্থ বিনিয়োগ করেছিল
গুগলে। এরপর শুধুই সামনে এগিয়ে যায় গুগল। ২০০৪
সালের ১৯ আগস্ট গুগলের শেয়ার ছাড়া হয় বাজারে।
সে সমই ল্যারি পেজ, সার্গেই ব্রিন ও এরিক শ্মিডিট
একটি চুক্তি স্বাক্ষর করেন যাতে বলা হয়েছিল
আগামী ২০ বছর তাঁরা গুগলে একসঙ্গে কাজ
করবেন। তাঁর মানে ২০২৪ সাল পর্যন্ত এই
তিন জনের কেউ গুগল ছাড়তে পারবেন না!
ট্রিকবিডির সাথেই থাকুন

*খোদা হাফেজ

Exit mobile version