ফেসবুকের একটি অসাধারণ নতুন ফিচার সম্পর্কে আপনাদের জানানোর উদ্দেশ্যেই আমার আজকের এই পোস্ট।
যারা ফেসবুক নিয়ে সর্বদা খোঁজ-খবর রাখেন তারা হয়তো জানেন যে ভারতে রক্তদান প্রক্রিয়া সহজ করার জন্য গত অক্টোবর একটি অসাধারণ ফিচার যোগ করে ফেসবুক।যার মাধ্যমে যে কেউ রক্তদানের জন্য নিবন্ধন করার মাধ্যমে রক্তদান করতে পারেন।
সম্প্রীতি গত মঙ্গলবার ২য় কোনো দেশ হিসেবে বাংলাদেশে রক্তদান প্রক্রিয়ার এ নতুন ফিচার যোগ করে ফেসবুক কর্তৃপক্ষ।
রক্তদানের জন্য নিবন্ধন করতে যেতে হবে www.facebook.com/donateblood লিংকটিতে অথবা কেউ রক্তদাতা হিসেবে নিবন্ধন করেছে এমন পোস্টে “Get Started” ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
যার রক্তের প্রয়োজন তিনি এ নতুন ফিচারটির মাধ্যমে জানতে পারবেন তার আশেপাশে রক্তদাতা কে আছেন।
আপাতত এ সুবিধাটি ফেসবুকের ডেস্কটপ ভার্সন এবং সীমিত সংখ্যক অ্যাকাউন্টে এই নতুন ফিচারটি যোগ করা হয়েছে।
অতি দ্রুতই সকল আইডি ও মোবাইল ভার্সন কিংবা অ্যাপে এ সুবাধাটি আনবে ফেসবুক কর্তৃপক্ষ।