কেমন আছেন?
আশা করি ভালই আছেন।
আজ আপনাদের মাঝে দারুন একটি বিষয় নিয়ে আলোচনা করবো, আজ আমরা দেখবো কি ভাবে খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যেই নাম্বার ছাড়া একটি yandex mail একাউন্ট খুলবেন।
তো চলুন শুরু করা যাক:
প্রথমে প্লে-ষ্টোর থেকে অথবা নিচে থেকে Yandex Mail সফটওয়্যার টি ডাউনলোড করে ওপেন করে নিন।
এরপর স্কিনসর্ট এর মতো দেখতে পাবেন,
অথবা, নিচের লিংক থেকে সরাসরি প্রবেশ করুন:-
এর পর স্কিনসর্ট ফলো করুন→
লিংক এ প্রবেশ করলে এই রকম একটা পেজ চলে আসবে,
এরপর নিচের স্কিনসর্ট এর মতো করে সব ঘর গুলো সঠিক তথ্য দিয়ে পুরন করুন,
Username এর ঘরে যে নামে E-mail আইডি খুলবেন সেই এড্রেস দিন। যেমনঃ আমি দিয়েছি sajibdas66 তাহলে আমার E-mail হবে sajibdas66@yandex.com
Mobile Phone এ ক্লিক না করে I Don’t have a Phone Number এ ক্লিক করুন,
তাহলে Phone Verification চাইবে নাহ। এবং এখান থেকে যে কোনো একটি Question সিলেক্ট করুন,
এরপর Question এর জন্য একটি Answer দিন,
তাহলেই নিচের মতো Characters দেখতে পাবেন। এবং এই Characters টি পূরন করুন,
এখন Register এ ক্লিক করুন,
এরপর Go to Mobile Site Version এর উপরে ক্লিক করুন,
এবার দেখুন তৈরি হয়ে গেল আপনার Yandex.com মেইল একাউন্ট,
সতর্কতা : Security Question এর Answer মনে রাখতে হবে।সম্ভব হলে লিখে রাখুন।পরে পাসওয়ার্ড ভুলে গেলে Password Recover এর জন্য লাগতে পারে।
কোন ভুল করলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য।