আসসালামুয়ালাইকুম ,
আশা করি সবাই ভালো আছেন।
প্রথমেই সকল Admin ভাই কে ধন্যবাদ দিতে চাই। আমাকে আবারো পোস্ট করার সুজগ করে দেওয়ার জন্য।
আজকের পোস্টটিতে আমি আপনাদের সাথে Google এর কিছু অজানা তথ্য সেয়ার করতে যাচ্ছি। আমাদের মধ্য গুগল ব্যবহার করে না।এমন কাওকে খুজে পাওয়া বর্তমান খুবই কষ্টের বিষয়।কিন্তু আজ যে বিষয় গুলো সেয়ার করতে যাচ্ছি। সেগুলো আমাদের ভিতর কম মানুষই যানে।এমন অনে তথ্য রয়েছে যা শুনলে হয়তো আপনাদের মধ্য অনেকেই অবাক হয়ে যাবেন।
তাহলে চলুন শুরু করি:
Google শব্দটি কোথা থেকে এসেছে?
আপনারা কি যানেন গুগলের নাম করন করা হয়েছে একটি গোগল শব্দ থেকে।যারা mathematics নিয়ে পড়াশুনা করে তারা এই শব্দটি ব্যবহার করে থাকে।যার মানে হচ্ছে ১ বাই ১০০ জিরো
Google এর প্রথম নাম?
Google এর কো-ফাউনডার যারা গুগলকে বানিয়েছে।এর মানে সারজি & লেরি Google এর প্রথম নাম রেখেছিল ব্যাকরাপ।হ্যা Google এর নাম অাগে গুগল ছিল না।
Google ছাগল কিনে
অাপনারা একটা বিষয় জেনে অবাক হবেন যে। গুগল তাদের headquarters এর মাঠে চালানোর জন্য প্রত্যেক দিন অনেক গুলো করে ছাগল কিনে থাকে। এটা শুনতে অনাক মজার হলেও এটাই সত্বি।
ভালো জিনিসের প্রতি আকর্ষন
আপনারা আরো একটি বিষয় যেনে অবাক হবেন যে Google প্রত্যেক সপ্তাহে একটি করে কোম্পানি কে কিনে নেয়।যেমন : আমরা যে Android ব্যবহার করি বা Youtube ব্যবহার করে থাকি।এসব কোম্পানিকে গুগল একসময় কিনে নিয়েছে।গুগল যদি নিজে থেকে নাও কিনে।।তার পরেও বিভিন্ন কোম্পানি তাদের কেনার জন্য গুগলকে অফার করে।আর এটি একটি ওয়েব tools এর মাধ্যমে হয়ে থাকে
google ডুডল্স
Google doodles এল ব্যাপরে হয়তো আমাদের মধ্যে অনেকেই যানেন। আর যারা যানেন না তাদের আমি বলতেছি।
আমরা প্রতিদিন যখন google এ প্রবেশ করি।Google এর লোগোটা তখন আমরা উপরে দেখতে পাই।অন্যদিকে যদি কোন বিষেশ দিনে। আমরা google এ গেলে দেকতে পাই যে google এর logo টা পরিবর্তন হয়ে গেছে এটাই হলে গুগল Doodles।Google doodles এর প্রথম শুরু হয় ৩০ অাগষ্ট ১৯৯৮ সালে। গুগলের কো ফাউন্ডার সারজি আর লেরি এই দিনে ঘুরতে চলে যায়।Doodles এর মাধ্যমে তারা বোঝায় যে।। সেদিন যদি গুগলের মধ্যে কোন সমস্যা দেখা দেয়।তাহলে এটা ঠিক করার মত কেউ নেই
Nasa এর ভিতরে প্রবেশ
সারজি & লেরি এই দুজনের Private plane নাসার রানওয়েতে নামার পারমিশন রয়েছে।এনারা দুজনই প্রথম ব্যাক্তি যারা নাসাতে কোন রকম জব না করে। এরকম সুযগ এর অধিকারি।
সকল ডোমেইন কিনে নেওয়া
আপনারা আরো একটি বিষয় যেনে অবাক হবেন।গুললের মত একই দেখতে যত ডোমেইন রয়েছে সবগুলোকে গুগল কিনে নিয়েছে।যাতে তাদের মত একই কোন রমম কিছু তৈরি হতে না পারে।
50% টাকা প্রদান
Google কোম্পানির একটি ভালো দিক রয়েছে।গুগলে যারা জব করে তাদের মধ্যে কেউ যদি মারা যায় তাদের পরিবারকে গুগল ১০ বছর তার বেতনের ৫০% টাকা প্রদান করে।।এটা খুবই ভালো একটা দিক
খাবার পরিবেষন
অামি এবার গুগলের সবচেয়ে মজার বিষয় সেয়ার করবো।গুগলের প্রত্যেক অফিসে ১৫০ ফিট এর মধ্য একটি করে খাবারের যায়গা রয়েছে। যাতে কাজ করার সময় তাদের কর্মচারিদের কোন রকম সমস্যা না হয়।
কমেন্ট করে যানাবেন কে কে জব করতে চান google এ
Google এর নিজেকে বিক্রি করা
গুগল ১৯৯৯ সালে তাদের নিজের কোম্পানিকে ১ মিলিয়ন ডলার এ বিক্রি করতে চেয়েছিল। Excite নামক এক কোম্পানির কাছে তারা এই অফারটি করেছিল।কিন্তু সেই কোম্পানি গুগলকে Rejected করে দেয়।এবং তারা বলে গুগলকে দিয়ে আমরা কি করবো।কিন্তু আজ ভেবে দেখুন গগল আজ কোথায় রয়েছে।
তো এই ছিল গুগলের কিছু অজানা ও মজাদার কিছু তথ্য আসা করি পোস্টটি থেকে আপনারা অনেক কিছু যানতে পারবেন!
কার কোন বিষয়টি ভালো লেগেছে কমেন্ট করে যানাতে ভুলবেন না
সবাই ভল থাকবেন। TrickBD এর সাথেই থাকবেন।পোস্ট গুলোকে আপনার friends & social media তে সেয়ার করুন। যাতে আর একজন যানার সুযগ পায়।ধন্যবাদ