Site icon Trickbd.com

দেখে নিন কি ভাবে একাদিক জিমেইল একাউন্টের মেইল একটি জিমেইল এ নিয়ে আসবেন।

Unnamed

প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন ।আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । এবং আগামিতে যেন সব সময় ভালো থাকেন
Trickbd এর পক্ষ থেকে এই কামনা রইলো ।

আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি আমাদের সবার কাছে কম বেশি জিমেইল একাউন্ট রয়েছে।কারো কারো কাছে হয়ত ৫-১০ টি জিমেইল একাউন্ট ও রয়েছে।আর এই সব একাউন্ট থেকে প্রতিদিন অনেক প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় মেইল আসে। এরজন্য জিমেইল একাউন্ট গুলা প্রতিদিন দেখতে হয় একটি একাউন্ট সাইন ইন করে আবার সাইন আউট করে।যা অনেক বিরক্তিকর বা ঝামেলাপূর্ণ।আবার আমাদের ফোন গুলোতে একটি মাত্র জিমেইল একাউন্টের মেইল এর নোটিফিকেশন আসে। অর্থাৎ যে জিমেইল একাউন্ট সাইন ইন করা থাকে সেই একাউন্ট এর নোটিফিকেশন আসে।অন্য সব একাউন্ট এর নোটিফিকেশন আসে না।আজকের এই পদ্ধতি তে আপনার সব মেইল এর নোটিফিকেশন পাবেন খুব সহজেই।

তাই আমি আজকে এই টপিক এর মাধ্যমে এই ঝামেলা দূর করার চেষ্টা করব। আপনাদের দেখাব কি ভাবে একাদিক জিমেইল একাউন্টের মেইল একটি জিমেইল এ নিয়ে আসবেন।
আর এই পদ্ধতিতে আপনারা কয়েকটি জিমেইল একাউন্ট এর মেইল একটি জিমেইল একাউন্ট এ নিয়ে আসতে পারবেন।

আর কথা বলব না চলুন দেখে নিয় কিভাবে করবেন?

Step:-1

প্রথমে আপনি যে জিমেইল এর মেইলসমূহ অন্য জিমেইল এ Forward করতে চান সেটাতে সাইন করুন।তারপর ডান পাশের কোনায় গিয়ার আইকন টিতে ক্লিক করে Setting এ প্রবেশ করুন।

Step:-2

নতুন পেইজ ওপেন হলে টপ এ থাকা “Forwarding and POP/IMAP” এই লিখাটিতে ক্লিক করুন।

এরপর দেখুন “Add a forwarding Email Address” লিখা আছে একদম প্রথম দিকে।এবং এটাতে ক্লিক করুন।

Step-3

এরপর বক্সে আপনি যে জিমেইল একাউন্ট এ মেইল পেতে চান অর্থাৎ Forward করতে চান সেই জিমেইল টা দিয়ে Next এ ক্লিক করুন।
এরপর একটা পেইজ ওপেন হবে এবং সেখানে “Proceed”

এ ক্লিক করুন।
এরপর আপনার দেয়া জিমেইল এ একটা Confirmation code যাবে।

তারপর আপনাকে দেয়া লিনকটি তে ক্লিক করে confirm করে নিন।
Confirm হলে নিচের মত পেইজ ওপেন হবে।

আপনি যদি উপরের নিয়ম অনুযায়ী কাজ করে যান তাহলে আপনি সফল ভাবে একটি জিমেইল একাউন্ট অন্য জিমেইল একাউন্ট Forward করতে পেরেছেন।এই নিয়মে আপনার সব জিমেইল এ করতে পারবেন।

Find me on Facebook