“তো চলুন শুরু করি ”
“”””””””””””””””””””””””””””””””””””””””‘””””””””””
প্রথম পর্ব দেখুন যারা আগের পর্ব দেখেননি
পোস্ট টি ট্রিকবিডিতে করা হয়নি – এবং Search করেও দেখেছি
Google Local Guides! বাংলায় গুগল লোকাল গাইড কি ? = গুগল লোকাল গাইড হচ্ছে গুগল ম্যাপ ভিত্তিক একটি নতুন পরিসেবা । আর দ্বারা আপনি আপনার পরিচিত সকল স্থান [স্কুল, কলেজ, মসজিদ , মন্দির ,হোটেল রেস্টুরেন্ট , দর্শনীয় স্থানের] ভাল মন্দ দিক গুলো , রিভিউ রেটিং দ্বারা মান ক্যামন তুলে ধরতে পারেন। যেমন: কোন খাবারের মান খারাপ বা নকল কিছু ধরিয়ে দিতে পারেন । বা কোথাও বিশেষ কিছু পাওয়া যায় উল্লেখ করে সকলকে জানিয়ে দিতে পারেন। লোকেশনের ছবি যোগ করে আর সহজ করে তুলতে পারেন এতে সময় , শ্রম , অর্থ বাঁচবে গুগল লোকাল গাইড কেন ? আমরা সাধারণত সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন স্থানের বর্ণনা বা খাবারের ছবি মান দেই । যা ২-৪ দিন পর আর পোস্টের নিচে চাপা পড়ে যায় । বা খুজে বের করা দুস্কর । কিন্তু গুগল লোকাল গাইডে একবার রিভিউ দিলে তা সংরক্ষিত থাকে আপনি ম্যাপ এ ওই লোকেশন সার্চ দিয়ে দেখতে পারেন । উদাহরন সরূপ : আপনি কক্সবাজার জাবেন কোথায় জাবেন, কোথায় থাকবেন , হোটেল ভারা ক্যামন , আপনার বাজেট এর সাথে মিলে কিনা । তা জানতে এদিক সেদিক খুজতে হয় , অনেক সময় দালালের খপ্পরের পড়তে হয় , আর যদি আপনি ম্যাপ এ হোটেলগুলোর মান ভারা , ভিতরের দিক ছবি সহ দেখে নিতে পারেন তাহলে একটি নিশ্চিত হয়ে যেতে পারেন । এক কথায় বলতে , আপনি স্মার্ট ফোন বা নেট এ ম্যাপ এ বসে সকল সেবা হাতের মুঠোয় নিয়ে নিতে পারছেন। কিভাবে লোকাল গাইড শুরু করব ? যে কেহ গুগল লোকাল গাইডে যোগ দিতে পারে ।
এই লিঙ্কে প্রবেশ করে । Join Now এ ক্লিক করে আপনি আপনার জিমেইল দিয়ে লগইন করুন , আর পর আপনার বিভাগ আর নাম দিন, দুটি বাটন ক্লিক করুন । আপনার প্রোফাইল তৈরি হয়ে গেছে । এবার আপনি রিভিউ করতে পারেন রিভিউ ২ ভাবে করা যায় : এন্ড্রয়েড ডিভাইসের মাপ্স অ্যাপ দিয়ে অথবা Maps.Google.Com থেকে লোকেশন সার্চ করে । আপনি যে লোকেশন রিভিউ করতে চান তা খুজে বের করুন , write a review তে কিল্ক করে আপনি আপনার রিভিউ রেটিং দিতে পারেন । ২০-৬০ শব্দের মাঝে আপনার রিভিউ তুলে ধরুনএমন ভাবে একজন পড়ে ওই স্থানের সমগ্র ব্যাপারটি বুজতে পারে । একটি রিভিউ উদাহরন: ইহা একটি পোস্ট গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় কলেজ । এখানে HSC শাখা ও আছে । বিজ্ঞান, মানবিক , বাবসায়িক শাখা ও রয়েছে ।
অবশ্যই মানুষের বা গ্রুপ ছবি পরিহার করবেন পয়েন্ট সিস্টেমঃ Review 5 Point Rating 1 Point Add Photo 5 Point Question 1 Point Add location 15 Point Edit Location 5 Point Q/A 3 Point প্রোফাইল দেখতে পারবেন : maps.google.com এ মেন্যু বার থেকে Your Contributions থেকে অথবা এন্ড্রয়েড ডিভাইসের maps app এ মেন্যু বার এ Your places থেকে দেখে নিতে পারেন ।
Level 5 হলে – আপনি Top Google Maps. এ চলে যাবেন -!
তো আজ এই পর্যন্ত