Site icon Trickbd.com

দেখে নিন অদ্ভুত আর আপনার উপকারী ৪ টি ওয়েবসাইট! যেগুলো আপনাকে অবশ্যই অবাক করবে।

Unnamed

আসসালামু আলাইকুম।

আশা করি সবাই ভালোই আছেন । আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

আজ আমি আমার দেখা সেরা এবং অদ্ভুত ও উপকারী ৪ – টি ওয়েরসাইট (Website) – নিয়ে আলোচনা করব। কথা না বলে চলুন আসল কাজে নেমে পড়িঃ-

1.. Www.Demos.algorithmia.com

এই সাইটি আমার দেখা সবচেয়ে ভাল একটি ওয়েবসাইট। এই ওয়েরসাইট এর মাধ্যমে আপনি মাএ কয়েক সেকেন্ডে আপনি যেকোন সাদাকালো ছবিকে রঙ্গিন করতে পারবেন। খুব আসাধারন তাই না?

চলুন কিভাবে কি করবেন দেখে নিইঃ-

• প্রথমে Demos.algorithmia.com – এ যান।

• তারপর Upload – ক্লিক করুন। এবং যেকোন একটা সাদাকালো ছবি আপলোড দিয়ে দিন। যেমন আমি একটা দিলাম দেখুন!

• তারপর (Colorizing You Photo) – একটু লোডিং নিবে।

• এখন দেখুন সাদাকালো ছবিটি রঙ্গিন হয়ে গেছে। রঙ্গিন ছবিটি Download – করতে চাইলে Download Colorizing Photo – তে ক্লিক করুন ডাওনলোড হয়ে যাবে।

• দেখুনঃ-

2..Www.worldometers.info

এই ওয়েরসাইট সত্যিই অদ্ভুতময়! কেননা এই ওয়েরসাইটি ওপেন করলে আপনি প্রতি মিনিটে পৃথিবীতে কতসংখক মানুষ জন্মগ্রন করছে, আর কত মানুষ মারা যাচ্ছে তা দেখতে পারবেন।

• তাছাড়া এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি পৃ্থিবীতে কত ধর্মের কয়জন মানুষ আছে, কোন ধর্মের মানুষ বেশি আছে তা জানতে পারবেন।

3..Www.internet-map.com

এই ওয়েরসাইটটি আরো আশ্চর্য করার মতো। এইসাইটটা ওপেন করলে আপনি বড় থেকে শুরু করে ছোট ছোট কতগুলো বালির মতো কনা দেখতে পাবেন।
(নিচের স্কিনসুটের মতো)

আরে ভাবচেন কি? এগুলো মার্বেল না! এগুলো সব ইন্টারনেটে চড়িয়ে-ছিটিয়ে থাকা ওয়েবসাইট! এই বিন্দু গুলো (Joom) করে যেকোন একটাতে ক্লিক করে দেখুন! দেখুন সবচেয়ে বড় বৃওটি Google এবং এর চেয়ে ছোট টি Facebook.!!

4..Www.10minutemail.com

এই ওয়েবসাইটির সাথে হয়তো আমরা কম-বেশি সবাই পরিচিত। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সম্পুর্ন ফ্রীতে আনলিমিটেড মেইল (Mail) নিতে পারবেন। সাধারনত, যেকোন মেইল Verification – ক্ষেএে আপনি এই সাইটির Temp – মেইল ব্যবহার করতে পারবেন। প্রতিটি মেইলের মেয়াদ থাকে ১০ মিনিট। তবে আপনি চাইলে এর সময় বাড়িয়ে নিতে পারবেন।

পোষ্টটা যদি ভাল লাগে একটি Comment করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিবেন।

এতক্ষন আপনার মূল্যবান সময় দিয়ে পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।

ট্রিকবিডির সাথেই থাকুন।

ধন্যবাদ!

Exit mobile version