Site icon Trickbd.com

বিনামুল্যে ঘুরে আসুন ভাইরাস যাদুঘর থেকে!!!(বিস্তারিত ভিতরে)

Unnamed

সবাই কেমন আছেন,,

আশা করি সকলেই ভালো আছেন।

তবে যদি ভালো না থাকেন আজকের এই পোষ্টটি সম্পূর্ন পড়ার পরে অবশ্যই একটু হলেও ভালো হয়ে যাবেন আশা রাখি।

উপরের টাইটেল দেখেই হয়তো অনেকেই ভেবেছেন, ভাইরাসের যাদুঘর এটা কেমন কথা!!!ভাইরাসকে কি সাজিয়ে রাখা যায় নাকি?

অনেক হয়তো ভাবছেন ভাইয়ের মাথার হয়তো সমস্যা আছে, তবে হ্যাঁ শুনতে অবাক লাগলেও ঘটনা কিন্তু ঠিক।

সারি সারি করে সাজিয়ে রাখা হয়েছে অসংখ্য ভাইরাস। তবে তা কোন ইট-কাঠের অথবা, বিশেষ কোন কাঁচের ঘরে নয়। এগুলো রাখার হয়েছে ইন্টারনেট ওয়েবসাইটে।

এই অদ্ভূত অনলাইন যাদুঘর তৈরি করেছে ম্যালওয়ার।

জাদুঘরে প্রবেশ করতে এখনে ক্লিক করুন।

এখন কিছু স্কিনসট দেখে নিন:-

যাদুঘরটির বৈশিষ্ট্য,

সাধারণ যাদুঘর এর মতো প্রতিটি ভাইরাস এর ছবিতে ক্লিক করলেই চলে আসছে ভাইরাসটি সম্পর্কে যাবতীয় তথ্য।

রয়েছে অ্যানিমেটেড জিআইএফ, জেপিজি, টরেন্ট, জিপ ফরম্যাটে ডাউলোড করার অপশন।

এ ছাড়াও প্রতিটি ভাইরাস রাখার হয়েছে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে।

কোন কোন ভাইরাস কত বার দেখা হয়েছে তা দেখার ও সুবিধা রয়েছে এই সাইট এ।

গেম খেলার সুবিধাও রয়েছে।

আশা করি চমৎকার একটা অভিজ্ঞতা হবে সকলের। এবং ম্যালওয়্যার সম্পর্কে সুন্দর একটা ধারনা তৈরি হবে।

বি:দ্র:যাদুঘরে স্থান পাওয়া ভাইরাসগুলো ক্ষতিকর নয়। ক্ষতিকর দিকগুলো বাদ দিয়েই যাদুঘরে স্থান দেয়া হয়েছে এগুলোকে। এখানে শুধু মাত্র আনন্দদায়ক ভাইরাসগুলোই স্থান পেয়েছে।

কোন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন,

ধন্যবাদ সকলকে।