Site icon Trickbd.com

[Hot post] 3D Gif এবং Text Gif তৈরি করুন খুব সহজে। সাথে আরও থাকছে চমৎকার সব ইফেক্ট!!

Unnamed

সবাই কেমন আছেন,

আশা করি সকলেই ভালো আছেন,

আমরা নানা রকম কাজে Gif ব্যবহার করি। অনেকেই হয়তো ট্রিকবিডির অনেক পোষ্টেই Gif ব্যবহার করতে দেখেছেন। তাই যারা নিয়মিত ট্রিকবিডি ভিজিট করেন তার অবশ্যই জানেন ট্রিকবিডিতে Gif তৈরি নিয়ে অনেক পোষ্ট হয়েছে।

তবে আজ আমি দেখাব কিভাবে কোন অ্যাপ ব্যবহার না করেই চমৎকার সব 3D Gif এবং Text Gif তৈরি করবেন।

আর কথা না বলে মূল কথায় যাই:-

প্রথমে আপনি নিচের লিংকে প্রবেশ করুন,

লিংক

প্রবেশ করলেই প্রথমে চোখে পড়বে এই রকম একটি ইন্টারফেস।

এখন আপনি যেই লিখাটা Gif আকারে তৈরি করতে চান সেইটা Your Text লেখার পাশের বক্সে লিখুন।

এরপর টেক্সট Gif এ যেই ইফেক্ট দিতে চান সেইটা সিলেক্ট করে নিন। এখানে কয়েকশত ইফেক্ট রয়েছে যেইটা ইচ্ছা সেইটা সিলেক্ট করে নিন।

তারপরে টেক্সট এর ফন্ট স্টাইল চেন্জ করতে Font লিখাতে ক্লিক করলেই অনেক ফন্ট দেখতে পাবেন, সেখান থেকে যে কোন একটি পছন্দ মতো সিলেক্ট করে নিন।

এরপর Create my text GIF এ ক্লিক করুন।

এখন দেখুন Text Gif তৈরি হয়ে গেছে।

নিচের Options থেকে ইচ্ছে করলে ডাউনলোড করার আজে ইচ্ছে মতো সব ঠিক করে নিতে পারেন।

Gif টি ডাউনলোড করতে Gif এর উপরে দীর্ঘ প্রেস করুন, এরপরে ডাউনলোড করে নিন।

এখন 3D Gif তৈরি করতে ডান সাইডের List of tools অপশন থেকে 3D Cube অপশনটা সিলেক্ট করে নিন।

Choose File থেকে আপনার Gif এর জন্য ছবি সিলেক্ট করে নিন। এখানে সর্বোচ্চ ৫টা ছবি সিলেক্ট করতে পারবেন,আমি এখানে দুইটি দিয়ে দেখাচ্ছি।

তারপরে Create my 3D cube লেখাতে ক্লিক করুন।

এখন দেখুন আপনার 3D Gif তৈরি হয়ে গেছে। Gif টি সেভ করার আগে নিচের অপশন থেকে ইডিট করে নেওয়া যাবে।

Gif ডাউনলোড করতে Download my GIF এ ক্লিক করুন।

এভাবেই তৈরি করে নিতে পারেন চমৎকার সব Gif.

ধন্যবাদ সবাইকে।

ফেসবুকে আমি