গুগল রিক্যাপচা (Google ReCaptcha) আজকাল বেশিরভাগ ওয়েবসাইটেই দেওয়া হয়ে থাকে বিভিন্ন ধরনের স্প্যাম, বট (Bot) এট্যাক আর হিউম্যান ভেরিফিকেশন এর জন্য।
এটা একদিকদিয়ে আমাদের জন্য উপকারি কারণ শুধুমাত্র গুগল ক্যাপচার মাধ্যমেই ১০০% সুরক্ষিতভাবে Human ভেরিফাই করা যায়।
যাই হোক আজ আমি দেখাব এই গুগল ক্যাপচাটা আাসলে কি? (What is Google Recaptcha) আর কিভাবে এটা পূরণ করবেন অথবা বাইপাস করবেন। চলুন দেখে নেওয়া যাক!
প্রথমেই, ক্যাপচা (CAPTCHA) কি?
এটি কোনো বাংলা শব্দ নয় আবার
কোনো ইংলিশ শব্দও নয়। এটি একটি
অ্যাব্রিভিয়েশন (Abbreviation) । অর্থাৎ, কয়েকটি ইংরেজি শব্দের
প্রথম অক্ষর নিয়ে তৈরি একটি শব্দ। CAPTCHA এর ফুল ফর্ম হলো Completely Automated Public Turing test to test
Computers and Human Apart
এটা মূলত আপনি রোবট না কি মানুষ এটা ভেরিফাই করার জন্যই সৃষ্টি।
কিভাবে খুব সহজে ক্যাপচা পূরণ করবেন?
ক্যাপচা পূরণ নতুনদের জন্য একটু কষ্টদায়ক হলেও একবার যখন শিখে যাবেন তখন মজা আর মজা। এটা পুরোপুরি প্র্যাকটিস আর বুদ্ধির ব্যাপার!
## চলুন কাজে নেমে পড়ি।
## যেকোনো ব্রাউজার দিয়ে (Mini-টিনি ব্যাতীত) এই সাইটে ঢুকুন। এটা ডেমো হিসেবে সিলেক্ট করেছি কারণ এতে পপআপ এড নাই। ধুমছে প্র্যাকটিস করতে পারবেন।
## প্রথমেই নিচে যান আর I’m Not a Robot লেখাটিতে ক্লিক করুন।
## লক্ষ্য করুন নীল বাটনটিতে কি লেখা আছে, Skip না Verify?
## যদি Skip লেখা থাকে তাহলে Refresh বাটনে ক্লিক করতে থাকুন যতক্ষণ না Verify লেখা আসে।
## আর প্রথমেই Verify লেখা থাকলে তো হয়েই গেলো। কাজ শুরু করে দিন।
ক্যাপচার ধরণ-১) সিলেক্ট করা
## দেখুন কি সিলেক্ট করতে বলছে?
— Cars
— MotorCycle
— Building
— Boat
— Store Front
— Bus
— Taxi
— Street Sign
— Traffic Light
যে নামগুলো লিখলাম এগুলোরই যেকোনো একটা নাম দেওয়া থাকবে।
আপনি যদি উপরের যেকোনো নামের সাথে পরিচিত না হয়ে থাকেন (আজ প্রথম শুনলেন) তাহলে গুগলে সার্চ করে ছবি দেখে নিয়েন।
## সবগুলোর পসিবল Answer ৩টি। অর্থ্যাৎ, ছবির যে ৯টি ভাগ দেওয়া থাকবে তার মধ্য যেকোনো ৩টি হবে সঠিক উত্তর। দু একটা ক্ষেত্রে চারটি।
## আপনি লক্ষ্য করুন কোন কোন অংশে যেটা চাইছে সেটা আছে, এরকম 3-4টা অংশে ক্লিক করে তারপর Verify করুন।
## টিক ✓ চিহ্ন আসলেই বুঝবেন ভেরিফাই হয়েছে।
## আর না আসলে বুঝবেন আরও প্র্যাকটিস প্রয়োজন। বুদ্ধি খাটান।
ক্যাপচার ধরণ-২) একটি ভাগে ক্লিক করলে নতুন একটা ভাগ আসে
## এক্ষেত্রে যেকোনো ৩টা ভাগে পসিবল আনসার তো থাকেই, ক্লিক করার পর নতুন গুলো আসে ঐগুলোর আরও দুটা মিলে যাবে।
## শেষ।
কিভাবে বাইপাস করবেন বা পূরণ করবেন না?
## এটা ভাগ্যের ব্যাপার। মাঝে মাঝে আপনার ক্যাপচা পূরণের দরকার নাও হতে পারে। জাস্ট একটা ক্লিক করলেই ✓ চিহ্ন উঠে যাবে।
## এর জন্য ফোনের ডিফল্ট ব্রাউজার আর ক্রোম বেশি কার্যকর।
## পিসির ক্ষেত্রে ক্রোম আর পাফিন ব্রাউজার।
## ধন্যবাদ।
?????????????????????????????????????☔
## by Riadrox
Email: riadrox@gmail.com
Facebook: fb/myself.riadrox