Site icon Trickbd.com

ব্লুটুথ দিয়ে মোবাইলের ইন্টারনেট ব্যবহার করুন কম্পিউটারে।

Unnamed

আসসালামু আলাইকুম।

আসা করি ভালো আছেন সবাই। আর ভালো না থেকেই বা কি উপায়?

ট্রিকবিডি সাথে যারাই থাকে, তারাই ভালো থাকে।


ধন্যবাদ ট্রিকবিডি টিম কে। আমাকে Author করে আমার ভিতরের কিছু শেয়ার করার সুযোগ করে দিয়েছে।


 

টাইটেল দেখে তো বুঝতেই পেরেছেন এটা কি সম্পর্কে এই পোস্ট টা।

চলুন শুরু করি।


এই সিস্টেম নিয়ে আগে পোস্ট হয়েছে কিনা আমার জানা নেই। যদি হয়ে থাকে বা এই সিস্টেম টি কেউ আগে থেকেই জেনে থাকেন, তাহলে আমি তাদের প্রতি সম্মান রেখেই পোস্ট টি শুরু করতে চাচ্ছি।

মনে করুন আপনি আরো wifi কানেক্ট করেছেন। কিন্তু আপনার পাশের বন্ধু সেই wifi টি কানেক্ট করতে পারছে না। তাহলে আপনার বন্ধুর মোবাইলে কিভাবে আপনার কানেক্ট করা wifi এর নেট শেয়ার করবেন?

যদি আপনার মোবাইলের hotspot চালু করেন তাহলে তো আপনার wifi বন্ধ হয়ে যাবে।

তাই আপনি ব্লুটুথের মাধ্যমে াপনার মোবাইলের নেট শেয়ার করতে পারেন আপনার ল্যাপটপে। আর কম্পিউটারে শেয়ার করতে চায়লে অবশ্যই কম্পিউটারে Wireless Adapter থাকা বাঞ্ছনীয়। যার মাধ্যমে আপনি Bluetooth ব্যবহার করতে পারেন।

 

মোবাইল থেকে মোবাইলে ব্লুটুথ দিয়ে নেট শেয়ার করাটা কঠিন কিছুই নয়।

এখন যে টা দেখাচ্ছি সেটাও কঠিন কিছু নয়। তবে এখন যে টা দেখাতে চলেছি সেটা কম মানুষ জানেন Mobile2Mobile এর চেয়ে।

যাইহোক, বেশি লেখা লেখি করলে আপনি হয়তো বিরক্ত হবেন।

প্রথমে আপনার মোবাইলের ব্লুটুথ চালু করুন।

 

 

তারপর Tethering & Portable Hotspot এ যান।

 

 

 

এবার Bluetooth Tethering টা চালু করে দিন।

 

 

আপনার কম্পিউটারের ব্লুটুথ চালু করুন। এবং আপনার মোবাইলের সাথে কানেক্ট করুন।

 

 

 

কানেক্ট করা হয়ে গেলে আপনার কম্পিউতারের Control Panel এ যাবেন।

ক্লিক করুন Hardware And Sound এ

 

 

 

তারপর Devices And Printers এ ক্লিক করুন।

তারপর আপনার মোবাইল টির উপরে মাউস পয়েন্টার রেখে access Point এ ক্লিক করুন।

তারপর কানেক্ট হয়ে যাবে।

 

আশাকরি বুঝতে পেরেছেন।

 

আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিচের ভিডিও টা দেখুন।

ভুল ত্রুটি মার্জনা করবেন।

 

 

ট্রিকবিডি টিম কষ্ট করে কম্মেন্ট বক্সের এর ব্যবস্থা করেছে।

তাই সেই কম্মেন্ট বক্সে এই পোস্ট সম্পর্কিত আপনার মতামত জানিয়ে দিতে ভুলবেন না।

তাতে আমারও কিছু জানা হবে।

 

 

যদি পারেন তো আমার চ্যানেল   টি ঘুরে আসুন। উপকৃত হবেন।

ভালো থাকুন সকলে।

আল্লাহ হাফেজ

Exit mobile version