বাজারে এসেছে গুগলের নতুন প্রোডাক্ট “Google Home Mini”.যদিও বাংলাদেশে এখনও অফিশিয়াল ভাবে এটা চালু হয়নি তবুও বাংলাদেশের কিছু অনলাইন শপিং সেন্টারে পাওয়া যাচ্ছে।দেখে নিন এর ফিচার সমূহ।
আজকের পোষ্ট এ আমি আপনাদের দেখাব Google এর নতুন একটি প্রোডাক্ট “Google Home Mini” এর সম্পূর্ণ ফিচার সমূহ।ত শুরুতেই এর কিছু ছবি দেখে নেওয়া যাক।
ত দেখলের ছবি গুলা।সত্যিই খুব সুন্দর এর ডিজাইন।আর যেহেতু এটা গুগলের প্রোডাক্ট সেহেতু ডিজাইন এবং ফিচার সমুহ ত অবশ্যই ভাল হবে।এটা মূলত Google Assistance সফটওয়্যার এর হার্ডওয়্যারিক রুপ।আমরা Google Assistance দিয়ে যা করতে পারি এটা দিয়েও তা করতে পারব।আর Google Assistance যখন আরও উন্নত হবে এটিও(Google Home Mini)অটোমেটিকস উন্নত হবে।এটি ব্যবহার করতে গুগলের একটি এপস Google Home এর প্রয়োজন হয় যা প্লে স্টোরে আছে।এবার এর সুবিধা, দাম ও কিভাবে ব্যবহার করতে হয় তা নিয়ে কথা বলব।
বর্তমান বাজার মূল্য:
এটির বর্তমান বাজার মূল্য ৬,০০০ টাকা।যা পরে বারতে বা কমতে পারে।
সুবিধা:
এর সুবিধা বলে শেষ করার মত নয় যেহেতু এটা Assistance এর মত।
২.যেকোন প্রশ্ন করলে খুব সহজে সঠিক দিতে পারবে।আর এটা করবে গুগল সার্চ এর মাধ্যমে।
৩.এটা আপনাকে আপনি যে নামে ডাকতে বলবেন সেই নামেই ডাকবে।
৪.এটাকে আপনি কোন কিছু বলে রাখলে তা পরে আপনার মনে না থাকলেও সে মনে রাখতে পারবে।
৫.এটা আপনাকে বিনোদন দিতেও সাহায্য করবে।
৬.এটা আপনাকে বিভিন্ন ইবেন্ট মনে করিয়ে দিবে যদি আপনি তা পূর্বে বলে রাখেন।আরও অনেক কিছু।
কিভাবে ব্যবহার করতে হয়:
১.এর মধ্যে রয়েছে একটি সুইচ যা মাইক্রোফোন চালু বা বন্ধ করতে ব্যবহার করা হয়।
২.এর ডান পাশে টা্চ করলে সাউন্ড কমে এবং বাম পাশে টা্চ করলে সাউন্ড বারে।এবং উপরে টা্চ করলে সউন্ড বন্ধ হয়।
৩.এটা Google Home এর সাথে কানেক্ট করে ব্যবহার করতে হয়
এ সম্পর্কিত কোন বিষয় না বুজে থাকলে অবশ্যই কমেন্ট করবেন।আল্লাহ্ হাফেজ।