শুভ নবর্বষের শুভেচ্ছা ও
অভিনন্দন সবাই কে।
আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন।
আর ট্রিকবিডির সাথে থাকলে সবাই এমনি তে ভালো থাকে।আজ অনেক দিন পরে আপনাদের মাঝে লিখতে বসেছি।তো চলুন
শুরু করা যাক আমি আপনাদের মাঝে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে 3G ফোনকে আসলেই কি 4G করা সম্ভাব আদৌ সম্ভাব কি না সে টা জানি না তো আপনারা YouTube অলরেডি অনেক ভিডিও দেখে ফেলেছেন।কিন্তু কারো মোবাইল ই 4G হয় নাই।যদি এই ছোট কোডে মাধ্যেমে 3G মোবাইল 4G করা যেতো তাহলে আমি আপনি কখনো তো মোবাইল কিনতাম না বন্ধুরা আপনারা কি বলেন।আমি মূলত এটাই প্রমাণ করতে এই টিউনটি।
তো চলুন শুরু করা যাক_____
1.Step:প্রথমে আপনি এই *#*#*4636#*#*কোডটি ডায়েল করুন…তারপর Phone information এ যান।
3.Step:এখান থেকে (LTE) নিবার্চন করুন।
4.Step:এখন আপনি Setting >more>cellular network>Preferred network type কি দেখলেন মোবাইলে কোন 4G option আসেনাই।
আর আসবেও না কারন 3G মোবাইল কখনো 4G করা সম্ভাব না এইটাই আপনাদের মাঝে তুলে ধরলাম।কারণ আপনিYouTube হাজার ভিডিও দেখছেন কাজ হয়নি তাই আমার এই পোষ্টটির মাধ্যে আপনাদের সতর্ক করে দিলাম।ভুয়া ভিডিও দেখে প্রতারিত হবেন না আশা করি।
এর পর ও যদি না বোঝেন তাহলে
ভিডিও টি দেখার অনুরোধ রইলো।
আর পারলে একটা Subscribe করুন
যদি কোথাও ভুল ত্রুটি হয় তাহলে ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আপনাদের জন্য এতো সুন্দর পোষ্ট করি
দয়া সবাই এক একটা করে Subscribe করুন।