আমরা সাধারণত ফোন লক করে রাখি, যেন কেউ অনুমতি ব্যতীত ফোনটি ওপেন করতে না পারে।
তবে মনে করুন কোথাও আপনার ফোনটি লক করা অবস্থায় হারিয়ে গেল তখন??
তবে কেউ যদি আপনার ফোনটি পেয়েও থাকে তবে আপনার কাছে কিভাবে ফিরিয়ে দিবে,সে তো আপনার নাম ঠিকানা কিছুই জানে না!!
তবে আপনি যদি আপনার ফোনের লক স্কিনে আপনার নাম অথবা আপনার অন্য যে কোন কন্টাক্ট নাম্বার সেট করে দেন তবে সে খুব সহজেই আপনাকে আপনার ফোনটি ফিরিয়ে দিতে পারবে।
তাই লক স্কিনে নাম ঠিকানা অথবা অন্য যে কোন তথ্য যোগ করতে আপনাকে ফোনের সেটিংস এ যেতে হবে,
এরপর Security অথবা Security & location এ প্রবেশ করতে হবে,
তারপরে Owner info অথবা Lock screen preferences (আপনার ফোনের যেটা আছে) এ ক্লিক করুন,
এরপরে আপনার ফোনে যদি Lock screen preferences থাকে তবে আপনি Lock screen message লিখাতে ক্লিক করুন,আর Owner info থাকলে সরাসরি চলে আসবে নিচের মতো,
এখন আপনি যা লক স্কিনে লিখতে চান তা লিখুন এবং আপনার ফোনে সেভ লিখা আসলে সেভ করে নিন আর সেভ লিখা না আসলে ব্যাক করে বের হয়ে আসুন,
এবার দেখুন ফোনের লক স্কিনে আপনার লিখা তথ্য দেখাচ্ছে।
এভাবে আপনার যা ইচ্ছে তাই লিখে সেভ করে নিতে পারেন আপনার ফোনের লক স্কিনে।
ধন্যবাদ সকলকে।