Site icon Trickbd.com

দেখে নিন এমন কিছু চমৎকার ওয়েবসাইট যা আপনার কাজে লাগতে পারে।

Unnamed

ইন্টারনেট জগতে রয়েছে অনেক অনেক চমক, সেই সব চমক এর মধ্যে কিছুটা স্থানজুড়ে রয়েছে চমৎকার সব ওয়েবসাইট।

তবে আমরা সেই সব ওয়েবসাইট সম্পর্কে তেমন পরিচিত না হওয়াতে সেই সব ওয়েবসাইট এর সব দারুন দারুন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি।

এমন প্রচুর প্রয়োজনীয় ওয়েবসাইট রয়েছে পুরো ইন্টারনেট জগতজুড়ে। নিত্যদিনের কাজগুলো যেন সহজ হয় তেমন কিছু ওয়েবসাইটের নিয়েই থাকছে আজকে এই পোষ্ট।

Evozi APK Downloader

>>লিংক<<

ওয়েবসাইটটি আমার বেশ লেগেছে, স্মার্টফোনের জয়জয়কার চারপাশে, সকলের হাতে হাতে স্মার্টফোন।

স্মার্টফোনকে আরও স্মার্ট করে তুলেছে হাজারো অ্যাপ, আর অ্যাপের বাজার বলতেই প্রথম মাথায় আসে গুগল প্লে স্টোর।

সকল ফোনেই প্লে স্টোর থাকে, কেউ কেউ হয়তো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মডেড ভার্সন ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ইনস্টল করা না ও থাকতে পারে।

এই প্লে স্টোর চাইলেই আপনি অন্যান্য অ্যাপের মতো ইনস্টল করতে পারবেন না।

আবার কিছু দেশে হয়তো আইন করে টেক জায়ান্ট কোন কোন কোম্পানীগুলোর সুবিধা বন্ধ করে রাখা হয়েছে।

সেসব দেশ থেকে যদি আপনি স্মার্টফোন কেনেন, অথবা কেউ আপনাকে সেই সব দেশ থেকে এনে উপহার দেয়, তাহলে গুগলের অ্যাপগুলো তাতে ইনস্টল করা না-ও পেতে পারেন।

মূলকথা হলো যে কোনো পরিস্থিতিতে আপনি প্লে- স্টোরের অ্যাপ গুলোর এপিকে (অ্যান্ড্রয়েড সিস্টেমে সাপোর্টেড ফাইল এক্সটেনশন) ফাইল পেতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে। এ জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না।

আপনি প্লে স্টোরের কাঙ্ক্ষিত অ্যাপটির লিংক অথবা অ্যাপটির প্যাকেজের নাম সংগ্রহ করুন।এবং ওয়েবসাইটে ইনপুট দিন দুটির যে কোনো একটি। আপনাকে ওয়েবসাইটটি উক্ত অ্যাপের এপিকে ফাইলটির ডাউনলোড লিংক প্রদর্শন করবে।

প্লে স্টোরে কোনো অ্যাপের ডাউনলোড লিংক পেতে যদি সমস্যা হয়, তাহলে আপনার জন্য প্যাকেজ নামের ব্যবস্থা তো আছেই।

যদি এই রকম কারো ফোনের কোনো অ্যাপ প্রয়োজন হয়। তাহলে সরাসরি ফোনটির স্টোরেজে চলে যান। তারপরে দেখুন ‘অ্যান্ড্রয়েড’ নামের ফোল্ডারে এবং তাতে প্রবেশ করুন। এর ভেতরে আপনি বেশ কিছু ফোল্ডার পাবেন। ‘ডাটা’ ফোল্ডারে প্রবেশ করুন। সেখানে আপনি ফোনটিতে ইনস্টল করা সকল অ্যাপের জন্য পৃথক পৃথক ফোল্ডার দেখতে পাবেন।

আর সেই ফোল্ডারের নামগুলোই হলো প্যাকেজ নাম। খুঁজে বের করুন আপনার পছন্দের অ্যাপের ফোল্ডারটিকে, আর নামটি নিয়ে নিন সাইট থেকে।

10 Minute Mail

>>লিংক<<

এই সাইটটির সাথে অনেকেই পরিচিত, তবে মনে করুন আপনারর অপরিচিত কারো থেকে কোনো মেইল আশা করছি। কিন্তু চাচ্ছি না, অপরিচিত সেই প্রেরক আমার ইমেইল অ্যাড্রেসটি জানুক।

ইন্টারনেটের জগতে পাসওয়ার্ডের সাথে সাথে মেইল অ্যাড্রেসটি ও গোপন রাখাটা সমান গুরুত্ব বহন করে। আর এই সমস্যা থেকে মুক্তি দিতেই রয়েছে এই ওয়েবসাইট।

ওয়েবসাইটটিতে প্রবেশ করলেই আপনাকে পরবর্তী দশ মিনিটের জন্য একটি অস্থায়ী ইমেইল অ্যাড্রেস দেবে। এ মেইল অ্যাড্রেসটি আপনি অস্থায়ীভাবে ব্যবহার করতে পারবেন।

যে কেউ আপনাকে এটি ব্যবহার করে মেইল করতে পারবে। ওয়েবসাইটে দশ মিনিটের সময় সীমাতে একটি ঘড়ি চলতে থাকবে।

আপনি যদি ইচ্ছা করেন দশ মিনিটের চেয়ে আরো বেশি সময় প্রয়োজন, তবে আপনাকে কষ্ট করে রিসেট বোতাম চাপতে হবে। আর এই বোতামে চাপলেই ঘড়িটি আবারো দশ মিনিট থেকে উল্টো চলতে শুরু করবে।

মেইল পাবার পর আপনি রিপ্লাই কিংবা ফরওয়ার্ডের কাজটাও সেই সময়ে সেরে নিতে পারবেন।

Online Etymology Dictionary

>>লিংক<<

মোদ্দাকতা এই ওয়েবসাইটি আমার খুব ভালো লেগেছে।

কোনো শব্দের উৎপত্তি কবে কখন কার মাধ্যমে হয়েছে সেই সব তথ্যের অনলাইন অভিধান হলো এই চমৎকার ওয়েবসাইট।

ইংরেজী কোনো শব্দের উৎপত্তি আপনার জানা প্রয়োজন? আপনি শুধু ওয়েবসাইটে গিয়ে সার্চবারে শব্দটি লিখুন।

তাহলেই ওয়েবসাইটটি নিজ থেকেই বাকি সব কাজ করে আপনাকে কাঙ্ক্ষিত তথ্য প্রদান করবে।

আশা করি উপরের ওয়েবসাইট গুলো থেকে কোন একটা আপনার কাজে আসতে পারে।

ধন্যবাদ সকলকে।