বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি।
এইবার আমি যেইটা বলব সেইটা হয়তো অনেকের মনের কথা আর সেইটা হল আজকাল Sex Videos দেখতে দেখতে আর মন চায়না একবার দেখতে কিন্তু কিছু করার নাই রাত হলেই একটা Sexy মেয়ের ফোটো দেখলেই মাথা নষ্ট হয়েযায়। আর তখন আমরা ঢুকে পরি নানান Sex Vedios এর Website এ। পড়ে আবার ভাবি এগুলা যদি আমার Laptop এ দেখা না যেত তাহলে এই ভুলটা হয়তো করতাম না।
Command 3: curl -LO https://raw.githubusercontent.com/Hax4us/metasploit_termux/master/metasploit.sh
আর হ্যাঁ এগুলা বন্ধ করে রাখতে পারবেন, আপনার ল্যাপটপ দিয়ে ওই সমস্ত Website ভিজিট হবে না যেগুলো আপনি চাইবেন না। ধরুন আপনি চাইতেছেন আপনার ল্যাপটপ দিয়ে যেন Facebook চালাতে না পান বা sex.com / xvideos.com এগুলাতে যদি ভিজিট করতে না চান তাহলে নিচের দেখান নিয়ম গুলো অনুসরন করুন।
এইবার C Drive এ ঢুকে পরুন। তারপর নিচের ফটো অনুসরণ করুন।
এইবার Windows এর ভিতরে System32 ফাইলটা খুজে বের করুন
এইবার System32 এর ভিতরে একটু নিচেই দেখুন drivers নামের একটা ফোল্ডার আছে সেইটা ওপেন করুন।
drivers এর ভিতরে দেখুন etc নামের একটা ফোল্ডার আছে ওইটার ভিতর ধুকে পরুন।
etc ফোল্ডারে দেখুন host নামের একটা ফাইল আছে, এইবার ফাইলটাকে Notepad দিয়ে ওপেন করেন নিচের চিত্রের মত
এইবার হচ্ছে আশল কাজ। নিচের চিত্র অনুসরণ করুন। এর আগে মনে রাখতেহবে আপুনাকে অবশ্যই Administrator হয়ে ফাইলটা ইডিট করতে হবে।
এজন্য আপনাকে নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে এইবার নিচের মত করে নিন।
এখন Notepad দিয়ে ফাইলটা ওপেন করুন এবং নিচের মত করে লিখুন
মনে রাখবেন একবার www সহ দেবেন তারপর আবার www ছাড়া দেবেন। যেমনঃ
127.0.0.1 www.facebook.com
127.0.0.1 facebook.com
127.0.0.1 www.sex.com
127.0.0.1 sex.com
127.0.0.1 www.xvedios.com
127.0.0.1 xvedios.com
এইবার সেভ দিয়ে Browser এ গিয়ে সার্চ করেন দেখবেন এই রকম দেখাবে তারমানে ওই সাইটে আপনি আর ভিজিট করতে পারবেন না।
আবার আগের মত করতে ফাইলটা ইডিট করে যেগুলো লিখেছেন সেগুলো কেতে দিন কাজ হয়েজাবে।
আজ এপর্যন্ত আপনারা আমাদের পাশেই থাকুন
আর হ্যাঁ সত্যি কথা বলতে কি পষ্টটি আমি নিজে লিখিনাই কপি করেছি আর জার পোষ্ট তার এইখানে Author ID নাই তাই আমায় বলল আর আমিও রাজি হয়েগেলাম। ভাল লাগলে একটু ঘুরে আসবেন।
Post Cradit: Jakir Hosain
সৌজন্যে LikeBN.com
ধন্যবাদ সবাইকে আমার লেখাটি পড়ার জন্য