সময়ের ব্যবধানে নকিয়া এখন শুধুই ইতিহাস। অনেক চেষ্টা করেও তাদের হারানো ঐতিহ্য ফিরে পায়নি নকিয়া। তবে, এখন এইচএমডি গ্লোবাল এর তত্বাবধানে আবার নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে নকিয়া। কিন্তু তারপরও নকিয়া ভক্তদেরকে শাওমি, স্যামসাং, অপ্পো ভক্তদের ভিরে খুজে পাওয়া কস্টকর হয়ে যাচ্ছিল। আর, এদিকে নকিয়া সবার মাঝে জায়গা করে নেওয়ার জন্য নিজেকে আপডেট করে যাচ্ছিল প্রতিনিয়ত। আর এরই ধারাবাহিকতায় নকিয়া সম্প্রতি চায়নাতে রিলিজ করেছে নকিয়া এক্স৬; যা নকিয়ার এন্ড্রয়েডের এক্স সিরিজের প্রথম স্মার্টফোন। নকিয়া এক্স ৬ বেশকিছু অনলাইন ওয়েবসাইটে বিক্রি করার জন্য রাখা হয়েছিল। আর এর ১০ সেকেন্ডের মাঝেই নকিয়া এক্স৬ এর স্টক শেষ হয়ে যায়। এর পরবর্তীতে নকিয়া এক্স৬ এর বিক্রয়ের দিন ধার্য করা হয়েছে ৩০ই মে। আর এই ফোনটি কেনার জন্য অবশ্যই ব্যাবহারকারীকে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
নকিয়া এক্স৬ কেনার জন্য এখন পর্যন্ত প্রায় ৭০০০০০ লোক রেজিস্ট্রেশন করেছে। ফোনটির বাংলাদেশী মূল্য শুরু হবে প্রায় ১৮০০০ টাকা থেকে। এতে এন্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ওরিও ৮.১ ব্যাবহার করা হয়েছে। ফোনটি ৪জিবি ও ৬ জিবি র্যামে পাওয়া যাচ্ছে। এছাড়া ১৬ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেলের ডুয়াল প্রাইমারী ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ব্যাবহার করা হয়েছে ফোনটিতে।
Source: Mobile price in Bangladesh