……………………………………
আজ ১২ জুন দেশের জনপ্রিয় ওয়েবসাইট Fusionbd.com তাদের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করেছে। ১৩ বছর আগে ২০০৫ সালে ওয়েবসাইটটি যাত্রা শুরু করেছিলো।
সাইটটির পূর্বের নাম ছিলো www.ayon.biz
এই ডোমেইনটি রেজিস্ট্রেশন করা হয়েছিল ১৪ই আগস্ট, ২০০৭ এ। তার একবছর পর 2008-11-14 ১৪ই নভেম্বর ২০০৮ এ Fusionbd ডোমেইনটি কেনা হয়।
বাংলাদেশে এই ওয়েবসাইটটির অ্যালেক্সা র্যাংক ১৪৯, গ্লোবাল র্যাংক ৩৪,৮৯২। (প্রসঙ্গত বলে রাখা ভালো, ট্রিকবিডির অ্যালেক্সা র্যাংক দেশে ৪৫১, আর গ্লোবালে ৯৭,৮৩১।)
ডেইলি ভিজিটর 23578, ডেইলি পেজভিউ 165050
৮৫% ভিজিটর বাংলাদেশী, ৩% ইন্ডিয়ান এবং বাকীরা অন্যদেশের। (ইনফরমার ও অ্যালেক্সা থেকে পাওয়া তথ্য)
কারণ কী? কোটি টাকার প্রশ্ন। সিম্পলের মধ্যে গর্জিয়াস এই প্রশ্নটির জবাব অপ্রকাশিত (উইকিলিকসের কাছেও নেই), তবে সময় হলে জানতে পারবেন।
Fusionbd তাদের অফিশিয়াল ফেসবুক পেজের ঘোষণা
তবে ফেসবুকে ইমরান আল হোসাইনের কমেন্ট আমার ভালো লেগেছে। সেটা হচ্ছে, “জানিনা এমন হবে কিনা তাও মনে হলো, হয়ত ঐ সাইটের মালিক ধর্মের পথে চলা শুরু করেছেন, আর এখন বুঝতে পেরেছেন যে তার আয়ের উৎস টা কতটুকু হালাল। তাই হয়ত সাইটটি বন্ধ করে দিচ্ছে। এটা অবাস্তব কিছু না কারন কত শিল্পী গান গাওয়াই ছেড়ে দিয়েছে আর এটাতো একটা ওয়েবসাইট মাত্র। আর কপিরাইট ইস্যু মনে হচ্ছেনা কারন তাহলে আরো অনেক সাইট বন্ধ হয়ে যেত।”
(এই কমেন্টটা ভালো লাগার কারণ, আজ (সম্ভাব্য) লাইলাতুল কদর বা শবে কদর। এইদিনে কেউ তওবা করেছে এমন ধারণা করা অযৌক্তিক নয়)
ট্রিকবিডির সাথেই থাকুন! আর হ্যাঁ, সবাইকে ঈদের শুভেচ্ছা।