হে ভিউয়ার
আগেই সর্তক বার্তা টা বলে রাখি
___এ পদ্ধতি তে পাওয়ার ব্যাংক তৈরি করতে গিয়ে আপনি অথবা আপনার মোবাইল ফোন ক্ষতি গ্রস্থ হলে আমি
বা ট্রিকবিডি কর্তৃপক্ষ দায়িত্ব থাকিবে না সম্পূর্ণ নিজ দায়িত্ব কাজ করতে হবে।নিজে না পারলে মেকানিক দিয়ে কাজ করিয়ে নিন।ধন্যবাদ।
আশা করি সবাই ভালো আছেন।
বর্তমানে আমাদের সকলের হাতে কম বেশি
স্মার্ট ও বাটন মোবাইল রয়েছে।কিন্তু মোবাইল গুলোর ব্যাটারি গুলো ততো টা স্মার্ট বা উন্নত হয়নি।তাই অল্প সময়ের মধ্যে
আমাদের মোবাইলের চার্জ ফুরিয়ে যায়। আর হ্যা ঘন ঘন চার্জ দেওয়া ও একটা বিরাক্তয়ের বিষয়।মনে করেন আপনি কোথায় ও বেড়াতে বা বনভজনে গিয়েছেন দু তিন দিনের সফরে কিন্তু মোবাইলে এতো দিন চার্জ রাখা সম্ভব না বা আপনার বাসায় বিদ্যুৎয়ের সমস্যা দিয়েছে।এ সময় কিন্তু আপনার গুরুপ্ত পূর্ণ কল আসতে পারে তখন আপনি কি করবেন। কিছুই করতে পারবেন না।
উক্ত সমস্যা গুলো সমাধানের জন্য আজ কে আমি আপনাদের পাওয়ার ব্যাংকক তৈরি করা শিকাবো যা আপনাদের বিপদের সময়ে কাজে লাগতে পারে।
বেশি বকবক করে ফেলেছি তো চলুন শুরু করা যাক
তো বন্ধু গন টিউনটি শুরু করার আগে আপনাদের সবার কাছে
আমার ছোট্ট একটা অনুরোধ সবাই দয়া করে আমাদের চ্যানেল টা Subscribe করে আসবেন।
যা যা লাগবে______এই গুলো আগে সংগ্রহ করে নিন।
যে কোন মেকানিকের দোকানে নাম বললে পাইতে পারেন।
একটি IC-L7805 Voltage regulator…
একটি 16/25 volte Capacitor…
একটি 1N407x-diode….
একটি 10k regsistor….
একটা LED বাল্ব ছোট সাইজ
একটা বা দুটি USB Port…
একটা ভালো মানের ব্যাটারি
সব গুলো সংগ্রহ করে নিন। তো চলুন
কাজে নেমে পরা যাক….
নিচের মতো Ic+10k reg+25 volte capacitor+1N407x-diode এক সাথে তাতাল দিয়ে ভালো করে লাগিয়ে নিন।
এখন ঐ গুলোর সাথে ভালো করে USB Port টা লাগিয়ে নিন।
এখানে ঐ আগের নিয়ম রেখে LED বাল্ব এবং ব্যাটারির তার এবং তার প্লাস-মাইনাসের তার ভালো করে লাগিয়ে নিন।
ব্যাস এখন ইনজেকসনের ভেতরে ডুকিয়ে দিন।ব্যাটারির ছিদ্র কোনা দিয়ে বাহিরে রাখুন এবং USB টা ভালো করে আঠা দিয়ে লাগিয়ে নিন।
এখন ব্যাটারির সাথে লাগিয়ে দিন।
এখন USB Port এর ভেতরে চার্জার Data cabol টা ডুকিয়ে দিন।
দেখুন নিজেদের তৈরি করা পাওয়ার ব্যাংক থেকে চার্জ হচ্ছে।
দেখে পাওয়ার ব্যাংক টা কে অনেক সুন্দর লাগছে। এখন চার্জের নো টেনশন।
তো ফ্রেন্ডস আশা করি টিউন টি ভালো লেগেছে।আর হ্যা আপনি দি একটু উপকৃত হন বা মনে করেন এই চ্যানেল থেকে কিছু শিখতে পারছেন তাহলে সময়
পেলে আমাদের চ্যানেলে গিয়ে ঘুরে আসুন সময় থাকলে একটা Subscribeকরে আসবেন।
বি:দ্র:
আমি আবারো বলছি।যারা এই অনুযায়ী কাজ করবেন সম্পূর্ণ নিজ দায়িত্ব কাজ করবেন। পাওয়ার ব্যাংক তৈরি করতে গিয়ে আপনি বা আপনার মোবাইল ক্ষতি গ্রস্থ হলে আমি বা ট্রিকবিডি কর্তৃপক্ষ দায়িত্ব থাকিবে না।পাওয়ার ব্যাংক তৈরি করার পর নষ্ট বা ছোট মোবাইল দিয়ে চার্জ দিয়ে দেখুন চার্জ হয় কি না।সম্পূর্ণ কাজ গুলো সর্তকতার সাথে করুন।
মানুষ মাত্রই ভুল কোথাও ভুলত্রুটি হলে ছোট ভাই হিসেবে সবাই
ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
এতো ক্ষণ কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।
আজ এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোন পর্ব
সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন।