Site icon Trickbd.com

সব ফোনের hard reset করার নিয়ম জানতে পারবেন imei দিয়ে এছাড়া আপনার ফোনটি আসল না নকল তাও জানতে পারবেন

Unnamed

আপনারা অনেকেই নতুন ফোন কেনার পর জানেন না এই ফোনটা কিভাবে hard reset করতে হয়।

অনেকে ভাববেন youtube এ দেয়া আছে, কিন্তু না।
youtube এ সব ফোনের video দেয়া থাকে না। এজন্য পোস্ট টা করা।

আগে জেনে নেই Hard reset কেন করতে হয়?
ফোনে অনেক কারনই আছে hard reset করার। তার মধ্যে হ্যাং হওয়া, password ভুলে যাওয়া অন্যতম।
এজন্য পুরো ফোন একবারে ফাকা করার প্রয়োজন হয় তাই hard reset করা লাগে।
যা ফোন বন্ধ অবস্থায় করতে হয়, এসময় কোনো touch কাজ করে না।

আজকের পোস্ট এ যা জানতে পারবেনঃ
★আপনার ফোনে hard reset করার নিয়মটা কিভাবে বের করবেন

★আর আপনার ফোনটা আসল নাকি নকল ফোন তা কিভাবে জানতে পারবেন

কাজের নিয়মগুলো ধারাবাহিকভাবে তুলে ধরা হলো
প্রথমে imei.info এই website এ visit করুন

আপনার ফোনের imei কি তা জানতে dial করুন *#06#

enter imei এ আপনার ফোনের imei টা দিন

I’m not a robot এ click করুন

তারপর verify করুন

green mark আসলে imei দিয়ে check বাটনে চাপুন

তারপর এমন আপনার ফোনের তথ্য গুলো show করবে

আপনার ফোনের hard reset system জানতে
hard reset এ চাপ দিন

তারপর

Read more এ ক্লিক করুন

দেখুন hard reset আপনার ফোনের নাম

এখন দেখাচ্ছে কিভাবে করতে হবে hard reset.
–> আমার ফোনের ক্ষেত্রে
ডান পাশের বাটন এ ক্লিক করতে হবে

তারপর ডান ও বাম এর উপর বাটন একসাথে

তারপর শুধু বাম ও উপরের বাটন এ

এমন show করবে

option change করতে volume up এ ক্লিক করলে উপরে যাবে down এ ক্লিক করলে নিচে যাবে

এভাবে wipe data & reset এ যান তারপর ok করার জন্য lock বাটনে চাপুন একটা

তারপর yes করার জন্য আবার lock এ চাপুন

কাজ শেষ আবার lock এ চাপুন ফোন reboot হয়ে on হবে

ভাবতাছেন ফোন নকল নাকি আসল তা বোঝার উপায় কি
হ্যা ভাইয়া বলতাছি

আপনার imei দেয়ার পর যদি শুধু ফোনের নাম খুজে পান & বাকি তথ্য না খুজে পান তাহলে বুঝবেন ফোনটা নকল ফোন।

অসংখ্য ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য

ভালো থাকুন। সুস্থ থাকুন। ট্রিকবিডির সাথে থাকুন
পোস্টটি share করে সবাইকে জানিয়ে দিন