Site icon Trickbd.com

appsgeyser দিয়ে অ্যাপ বানিয়ে admob এর অ্যাড বসানো [part2]

Unnamed

হ্যালো বন্ধুরা,আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন,আসা করি ভালো।আপনাদের দোয়ায় এবং Trickbd সাথে থেকে আমিও ভালো আছি।
বন্ধুরা ১ম পর্বে আমি দেখিয়েছি কি করে খুব সহজে অ্যাপ বানাবেন appsgeyser দিয়ে।যারা পোস্টটি দেখেন নায় তারা এই লিংকে আগের পোস্টটা দেখে নিন।তো আজকে দেখাবো appsgeyser থেকে বানানো অ্যাপ এ কি করে admob এর অ্যাড বসাবেন,তো চলুন শুরু করা যাক।
আমি appsgeyser থেকে ৩টি অ্যাপ বানিয়েছি দেখুন

আমি এখন Munas Hossan আমার নিজের নামের অ্যাপ এ admob এর অ্যাড বসাবো।আসা করি সবার admob অ্যাকাউন্ট খোলা আর admob অ্যাকাউন্ট না থাকলে একটা খুব সহজে খুলে নিন।১ম এ appsgeyser এ লগিন করো তারপর পাশে থাকা monetize এ ক্লিক করুন এই রকম আসবে

একটু নিচের দিকে এসে admob সিলেক্ট করুন এই রকম

এই পেজটা save করে রেখে admob এ গিয়ে লগিন করুন এই রকম আসবে

তারপর পাশে থাকা মেনু বাটনে ক্লিক করে apps এ ক্লিক করুন এই রকম আসবে

আমার অনেক অ্যাপ monetize করা তাই এই রকম এসেছে আপনাদের add new app আসবে সেখানে ক্লিক করবেন এই রকম আসবে

তারা বলবে আপনি আপনার অ্যাপ play store পাবলিশ করছেন কিনা আমি করিনাই তাই no সিলেক্ট করলাম এই রকম আসবে

অ্যাপ নাম ও android সিলেক্ট করে add ক্লিক করুন এই রকম আসবে

create add unit এ ক্লিক করুন তারপর Banner সিলেক্ট করুন এই রকম আসবে

আবার অ্যাপ নাম দিয়ে create add unit এ ক্লিক করে এটা কপি করুন

তারপর appsgeyser এ গিয়ে কপি করা অ্যাডটা banner id তে paste করুন ঠিক এই রকম ভাবে

তারপর আবার admob এ গিয়ে done দিয়ে create add unit এ ক্লিক করে interstitial সিলেক্ট করে আর একটা অ্যাড বানান ঠিক banner অ্যাড এর মতো তারপর interstitial অ্যাডটা কপি করে appsgeyser এ গিয়ে interstitial id তে paste করুন ঠিক এই রকম ভাবে

তারপর save এ ক্লিক করলে আপনার অ্যাপ এ অ্যাড শো করবে এবং আপনার ইনকাম হতে থাকবে।কি করে play store অ্যাপ পাবলিশ করবেন দেখালাম না কারন,তাহলে তাদের 25$ দেয়া লাগবে।ভালো করে বোঝাতে পারলাম না এজন্য সবাই ক্ষমা করে দিবেন।কোনও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।সবাই ভালো থাকবেন এবং Trickbd এর সাথেই থাকবেন,আল্লাহ্‌ হাফেজ।

Trickbd support:-


[Trickbd সাপোর্ট ভাইয়েরা এটা আমার হাতে লেখা পোস্ট তাই দয়া করে কপি পোস্ট মনে করবেন না]