আমরা সকলেই জানি dutch bangla bank, bkash, ipay, upay এর মতো যত ব্যাংক আছে সব ব্যাংক এ মিনিট দিয়ে কথা বলতে পারবেন।
মিনিট দিয়ে না চাইলে আপনার ব্যবহৃত সীমের কল রেট অনুযায়ী কথা বলতে পারবেন।
আর কোনো ব্যাংক এ কথা বলার জন্য মিনিটে ৩ টাকা দিতে হবে না।
আমি দুইটা ব্যাংক এর মিনিট দিয়ে কল দেয়ার নাম্বার বের করে দেখাচ্ছি এখানে।
আর ভিডিওতে বাকি দুইটা ব্যাংক এর মিনিট দিয়ে কল দেয়ার নাম্বার বের করে দেখাব & এগুলো ছাড়াও আরো যত ব্যাংক আছে সেগুলোর মিনিট দিয়ে কল দেবার নাম্বার বের করার ৩ টা system শিখিয়ে দেব
চলুন শুরু করি:->
মিনিট দিয়ে কল দেবার নাম্বার বের করার জন্য আপনাকে ওকটু খুজতে হবে।
কোথায় কোথায় খুজবেন তা আমি বলে দিচ্ছি
১/ তাদের website
২/ তাদের fb page
৩/ কল দিয়ে ( জানি এটা লিখে বুঝাতে পারব না তাই ভিডিও তে বলছি সব)
->আমার মনে হয় আর কিছু না লিখলেও চলবে?
কি বলেন!!
-> না ভাই, একটু ss সহ বুঝিয়ে দিলেই ভাল হয়।
-> আচ্ছা ভাই দিতাছি,
আমাদের পাশে থাকুন আর পোস্ট এ like, comment & আপনাদের জন্য গড়া youtube টিতে subscribe করবেন সাথে like, comment, share free
sorry ভাই অনেক বকবক করলাম ->
১ম Dutch bangla bank এর নাম্বার বের করি-
প্রথমে নিয়ম অনুযায়ী তাদের website এ যাই দেখি কি খবর
হ্যা ভাই খবর ভালো যে website এ দেয়াই আছে।
তাই বেশি কস্ট হলো না
–>আমার ফোনে তো mb নাই
তাহলে বের করব কিভাবে
–> আমি আছি কি জন্য
চলুন দেখিয়ে দেই
তাদের facebook page এ চলে যান
dutch bangla bank / nexuspau তে
আমি যেহেতু nexus pay নিয়ে কাজ করি তাই এটাই প্রথমে আসল তো এটাতেই দেখি
->বাহ এখানেও আছে
এখন চলুন দেখি bkash ভাই এর ফোন নাম্বার কই পাওয়া যায়
তাদের website এ যাই
আরে এটাতেও দেয়াই আছে
সব এত্ত সহজ করে দেয়া আর আমরা একটি অলসতার কারনে ৩ টাকা মিনিট দিলাম
ভাই একটু টেনশোন দেই আপনার মাথায় নইলে তো আমার ভিডিও দেখবেন না
আর ভিডিও না দেখলে subscribe করবেন না।
ইনকাম বন্ধ হলে না খেয়ে মারা যাব
–>ভাই রাগ করবেন না। একটু মজা না করলে এত বড় পোস্ট পড়তে ভালো লাগবে না।
টেনশন হচ্ছে অন্যান্য ব্যাংক এর গুলো বের করা একটু কঠিন & তার solution আমি নিজেই
পোস্ট এর details নিয়ে আমার ভিডিও টি দেখে আসুন
আপনার জন্য যদি আমার পোস্ট & ভিডিও ১% ও কাজে লাগে তাহলে অবশ্যই আমাদের channel subscribe করবেন
Subscribe my channel & press bell icon for technical videos
channel টি subscribe করে আমাদের উৎসাহিত করুন। আমরা যত উৎসাহ পাব তত মন প্রান উজার করে শিখাব।
অনেক বকবক করছি ভাই
ভুল হলে ক্ষমা করবেন।
ছোট ভাই ই তো হই – একটা দুটা ভুল করতেই পারি।
–>কি বলেন ভাই