Youtube ব্যবহার করেনি এমন মানুষ ট্রিকবিডিতে একটাও পাওয়া যাবে না,আমার বিশ্বাস।
youtube যদি ব্যবহার করতেই হয় তাহলে এ বিষয়ে অভিজ্ঞ হলে কেমন হয়।
আমি আজ আপনাদের কিছু system দেখাব যা হয়ত অনেকে জানেন না।
তবে জেনে থাকলে তার জন্য শুভ কামনা রইল।
যা যা থাকছে পুরো পোস্ট এঃ
★আপনি যা খুজতাছেন তার মধ্যে সর্বশেষ কোন বিষয় youtube এ upload হইছে যেমনঃ ধরুন আপনি ফ্রি নেট খুজতাছেন। তাহলে ফ্রিনেট search দিলে ২-৩ বছরের পুরানো গুলোও আসে যা এখন কাজ করবে না।
তাই সর্ব শেষ বা কিছুক্ষন আগেই কোন ফ্রিনেট বের হলো তা খুজতে পারবেন সহজেই
★ভাইরাল হওয়া ভিডিও বের করতে পারবেন খুব সহজে
★শুধু channel / video / playlist / movie খুজছেন কি? এটাও বের করা দেখাব আলাদা আলাদা ভাবে
★এই সপ্তাহে / এই মাসে /এই বছরের কিছু খুজছেন কি?
সেটাও এই পোস্টে দেখাব কিভাবে বের করতে হয়
★আপনি কত বড় বা ছোট ভিডিও চান তাও বের করতে পারেন। এটাও পাবেন এ পোস্ট এ
শুরু করা যাক কিভাবে কাজ করবেনঃ
youtube এ প্রথমে search দিলে এমন আসবে।
তারপর ডানপাশে সবার উপরের icon টায় চাপ দিলে এমন আসবে
Relavance এ চাপলে এমন পাবেন
upload date select করে search করলে সর্বশেষ কোন ভিডিও ছাড়া হইছে ওই topic এর উপর তা আসবে
দেখুন ঃ 6 day, 1 week, 2 week serially আছে সব
যদি viral video খুজতে চান তাহলে view count এ চাপুন। তাহলে সবচেয়ে বেশি view গুলা আগে আসবে
দেখুনঃ 39k, 21k, 7.3k serially আছে
তারপর type এর ভিতর গিয়ে দেখুন আপনি কি খুজতে চান তা select করে apply করুন
যেমন ঃ ছবি খুজলে movie select করুন।
আমি trickbd নামে channel খুজব তাই channel select করছি
এছাড়া আপনি যদি চান এই সপ্তাহে/ এই মাসে / এই বছরে কে কি ছাড়ল তা খুজবেন
তাহলে upload date থেকে দেখে নিন
আমি এই মাসের গুলা খুজব তাই month select করছি
1 month = 4 week আপনারা জানেন।
দেখুন ঃ 1 week, 3 week, 2 week, 2 week এই মাসের গুলা
ছোট ভিডিও চান নাকি বিস্তারিত জানতে বড় ভিডিও চান এচাবে select করবেন
4 minute এর ছোট চাইলে short
আমি চার মিনিটের ছোট ভিডিও চাই
দেখুনঃ 3:53, 2:09, 1:51, 3:44 limit এর মধ্যেই আছে
এছাড়া hd, 3d video চাইলে এসব select করে দিয়ে hd ও 3d video দেখতে পারেন
এতক্ষন কস্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন। সুস্থ থাকুন। ট্রিকবিডির সাথেই থাকুন