বিষয় টা কারো অজানা না। কিন্তু নতুন অনেকেই আছে যারা সিস্টেম টা জানেনা। তাদের জন্য আজকের এই পোষ্ট। youtube হলো world এর মধ্যে জনপ্রিয় ভিডিও সাইট। বর্তমানে youtube হলো বিশাল একটি অনলাইন শিক্ষক। অনেক জটিল সমস্যা আমরা youtube টিউটোরিয়াল থেকে প্লে করে সমাধান করতে পারি। বলতে গেলে youtube হলো ভিডিও টিওটোরিয়াল এর রাজা।
শুধু তাই নয় মজার মজার ফান ভিডিও নতুন নতুন গান, সিনেমা, নাটক প্রায় সব ধরনের বিনোদিনী youtube প্লে করে দেখা যায়। কিন্ত এতে শুধু প্লে করে দেখা যায় এতে কোন ডাউনলোড অপশন নেই। আজ দেখাবো কিভাবে youtube থেকে ডাউনলোড করা যায়। চলুন শুরু করি……………
- প্রথমে youtube এ প্রবেশ করে আপনার পছন্দের ভিডিও টি সিলেক্ট করে এর লিংক টা কপি করুন।
- তারপর আরেকটা নতুন ট্যাব নিন এবং সেখানে টাইপ করুন www.ssyoutube.com অর্থাৎ youtube লেখার আগে দুটি ssযোগ করে দিন।
- আরেকটি সাইটে চলে যাবে। সেখানে একটি সার্চ ইন্জিন পাবেন। কপি করা লিংকটি সেখানে পেষ্ট করে সার্চ করুন। দেখবেন আপনার পছন্দের ভিডিও টি চলে এসেছ।
- তারপর সেখান থেকে ফরমেট সিলেক্ট করে ডাউনলোড করে ফেলুন আপনার পছন্দের ভিডিও টি।আজ এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।
সব সমস্যার সমাধান পেতে ভিসিট করুন http://www.nirbik.com
অথবা ফ্রি বেসিকে nirbik.com লিখে সার্চ করুন।