হ্যালো বন্ধুরা,সালাম নিবেন।
যাই হোক আশা করি ভালো আছেন।
আমিও ভালো আছি কেননা আমাদের মাথার উপর যে রানা ভাইয়ের ট্রিকবিডি আছে।
যাই হোক আজ আমরা দেখবো কিভাবে সারাজীবন যেকোনো নাম্বারে ফ্রি এসএমএস করা যায় তো কথা না বাড়িয়ে কাজে চলে যায়।
তো বন্ধুরা নিচে দেখানো ধাপ গুলো অনুসরন করুন
(১) প্রথমে আমাদের কে নিচের সাইটে প্রবেশ করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে।
লিংকে ক্লিক করে ওয়েবসাইটে ঢুকুন
এইখানে ঢুকুন
(২) স্ক্রিনশটের মতো করে ক্রিয়েট অ্যাকাউন্ট এ ক্লিক করুন।
(৩) এবার নিচের মতো করে ইনফরমেশন দিন। এবং ক্রিয়েট অ্যাকাউন্ট এ ক্লিক করুন।
NB:-পাসওয়ার্ড কিন্তু ৬ ডিজিটের হতে হবে যেখানে মিনিমাম ১ টা সংখ্যা থাকা আবশ্যক।
এবং নাম্বার দিবেন এই ভাবে ০১********* ভাবে।
(৪) এবার আপনাকে আপনার মেইলে একটি activation mail পাঠানো হয়ছে অইখানে ক্লিক করলে নিচের মতো একটি বক্স আসবে যেখানে আপ্নার ফোন নাম্বারে ওরা একটি কোড পাঠাবে সেটা বসাতে হবে।তারপর সাবমিট করুন
(৫) এরপর এমন আসবে অর্থাৎ আপনার অ্যাকাউন্ট করা শেষ।
(৬) এবার মেইন পেজে গিয়ে আপ্নার লগিন নেম আর পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
(৭) এখন আপনি যাকে এসএমএস পাঠাবেন তার নাম্বারটা ১ম ঘরে এবং ২য় ঘরে আপনার এসএমএস লিখে send shurjobarta এ ক্লিক করুন।
(৮) এবার দেখুন আমার মেসেজ এসেছে,
তো বন্ধুরা ট্রিকটি কেমন লাগ্লো জানাবেন।
ভালো থাকবেন সবাই।