ফুশিয়া কি
ফুশিয়া একটি অপারেটিং সিস্টেম। এটি গুগল ক্রোম ওএস এবং অ্যানড্রয়েডের পরিবর্তে আনছে। এটি এমন একটি অপারেটিং সিস্টেম, যা ফোনের পাশাপাশি কম্পিউটারে ব্যবহৃত হবে ।
Fuchsia Information
Developer: Google
Written in: Mixed: C, C++, Dart, Go, LLVM, Python, Rust, Shell, Java, Swift
OS family: Zircon
Working state: Current
Source model: Open-source
Initial release: 15 August 2016; 2 years ago
Available in: English
Platforms: ARM64, x86-64
Kernel type: Microkernel capability-based
ফুশিয়া এর সুবিধাঃ
১. এটি অনকে দূরত্ব কাজ করবে।
২. এটি বিপুল পরিমান র্যামে কাজ করবে।
৩. ভয়েস কমান্ডের সাহায্যে নতুন ফুশিয়া অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে।
৪. এটির জন্য তৈরি করা স্টওয়্যার মোবাইল এবং কম্পউটার এ ব্যবহার করা যাবে।
৫. এটিতে একটি অ্যাপস এর ভিতর অন্য আরেকটি অ্যাপস ওপেন করা যাবে দূরত্ব কাজের জন্য। যে ভাবে আমরা কম্পিউটারে ব্রাউজার আর ভিতর Tab ওপেন করি।
৬. এটির বেশি ভাগ জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি এই জন্য ওয়েব ডেভেলপারদের জন্য সুবিধা তারাই অ্যাপস ডেভল করতে পারবে। এবং ওয়েব ডেভেলপারদের চাহিদা আরও বেশি হবে মার্কেটপ্লেসে।
৭. আগে যেমন কোনো একটা স্টওয়্যার তৈরি করলে জাভা ফোন, অ্যান্ড্রয়েড ফোন,আইফোন এবং কম্পিউটার এর জন্য আলাদা আলাদা ভাবে তৈরি করা লাগতো । ফুশিয়া জন্য আলাদা আলাদা ভাবে তৈরি করতে হবে না।
আরও অনেক সুবিধা আসছে কিন্ত আমি যতটুক পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি।
আগের অপারেটিং সিস্টেম যেমন বিলুপ্ত হয়ে আস্তে আস্তে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এসেছিল এবং আমাদেরকে অনকে আধুনিক সাথে দূরত্ব করেছিল । তেমন ই ফুশিয়া আমাদের কে আরও আধুনিক করে তুলবে এবং খুব সহজেই অনকে কাজ করার সুযোগ করে দিবে।
ফুশিয়া অপারেটিং সিস্টেম এর কিছু ডেমো স্ক্রিনশটঃ
ফুশিয়া অপারেটিং সিস্টেম এর কিছু ডেমো Apk চাইলে ডাউনলোড করে দেখতে পারেনঃ Fuchsia Os Apk
ফুশিয়া অপারেটিং সিস্টেম সম্পর্কে খুব বেশি জানা যায়নি এখন ও তার পরে ও যতটুকু জানা গেছে ত শেয়ার করলাম ।এই অপারেটিং সিস্টেম এর কাজ এখন ও চলতেছে ২ বছর আগে প্রথমিক ভাবে release করেছিলেন কিন্ত এটি আরও উন্নত করার জন্য প্রায় ১০০+ গুগল ডেভেলপার এই অপারেটিং সিস্টেমে কাজ করতেছে।
আমার পোস্টটি যদি ভাল লাগে তাহলে লইক কমেন্ট করে আরও নতুন নতুন কিছু শেয়ার করার জন্য উৎসাহ করন। কেননা উৎসাহ ছাড়া কেউ লিখে মজা পায় না 🙂
আমার ব্লগসাইটঃ EduCafe24.Com