Be a Trainer! Share your knowledge.
Home » Technology Updates » Dark Web এ কিভাবে প্রবেশ করতে হয় এবং কিভাবে Dark Web কিভাবে ব্যবহার করবেন… সম্পুর্ন নিজের অভিজ্ঞতা থেকে। পর্ব-২ ( ড্রার্ক ওয়েব এ প্রবেশ)

Dark Web এ কিভাবে প্রবেশ করতে হয় এবং কিভাবে Dark Web কিভাবে ব্যবহার করবেন… সম্পুর্ন নিজের অভিজ্ঞতা থেকে। পর্ব-২ ( ড্রার্ক ওয়েব এ প্রবেশ)

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই । আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন।
আজ কোন কথা বলব না সরাসরি পোস্ট এ চলে যাবো।
ড্রাক ওয়েব অনেক রহস্যময় জায়গা তা সকলেই জানেন।  এখানে অনেক লিগাল ইনলিগাল কাজ হয়ে থাকে । আমি যখন ড্রাক ওয়েব এর নাম শুনেছিলাম তখন অনেক অবাক হয়েছিলাম। আমি ভাবতাম মনে হয় এটার ওয়েব সাইট গুলা অন্যরকম। যাই হোক আজ বিশেষ পর্বে দেখানো Tor ইন্সটল ও ড্রাক ওয়েব এক্সসেস । 
চলুন তাহলে আজকের বিশেষ পোস্টা শুরু করে দেই।

TOR Install 

ইন্সটল ত শেষ এবার তাহলে টর এ প্রবেশ করা যাক। যা আপনাদের সব চেয়ে কৌতহলের বিষয়। চলুন তাহলে টর প্রবেশ করি।

Tor এ প্রবেশ ও ড্রার্ক ওয়েব এক্সসেস

  1. প্রথমে টর ওপেন করুন  
  2. তারপর নিচের মত আসলে কানেক্ট দিবেন।  ভুলেও ফুল স্কিন করবেন না।। 
  3. টর ওপেন হলে এমন আসবে  এবার Search Box এ Hidden wiki  লিখে সার্চ করুন ।  
  4. লিখে সার্চ করার পর এই ওয়েব সাইট তা খুজে নিন  তারপর এখান থেকে নিচের দেখান ওয়েব সাইতে প্রবেশ করুন। 
  5. কিছুক্ষন অপেক্ষা করুন কারন আপনি এখন রহস্যময় ইন্টারনেট এর জগতে প্রবেশ করতে চলেছেন।
  6. কিছুক্ষন পর এমন ওয়েব পেজ ওপেন হবে। এখান থেকে ডার্ক ওয়েব এর কিছু জনপ্রিয় ওয়েব লিংক পাবেন  

আজ হাইডেন উকিতে কি ভাবে প্রবেশ করবেন তা দেখালাম । পর্বরতী পোস্টে দেখাবো কিভাবে হ্যাকিং টোলস ডাউনলোড করবেন তা দেখাবো। সে পর্যন্ত ভাল থাকুন সুস্থ্য থাকুন। 

বিভিন্ন প্রকার হ্যাকিং শিখতে আমার ব্লগ এ নজর রাখুন যেকোনো সমস্যা সমাধান এর জন্য যোগাযোগ করুন, Facebook

ধন্যবাদ।।

6 years ago (Mar 29, 2019)

About Author (121)

Md. Omar Faruk
author

Never tell a lie Always respect other

Trickbd Official Telegram

7 responses to “Dark Web এ কিভাবে প্রবেশ করতে হয় এবং কিভাবে Dark Web কিভাবে ব্যবহার করবেন… সম্পুর্ন নিজের অভিজ্ঞতা থেকে। পর্ব-২ ( ড্রার্ক ওয়েব এ প্রবেশ)”

  1. FAIHAD Contributor says:

    Good
    কিন্তু আমার মনে হয় এখন Dark Web এর অবস্থা খারাপ।খুব অল্প লিংক কাজ করে আর বাকি লিংক গুলো 502 forbidden দেখায়

    • Umar Author Post Creator says:

      এর সংখ্যা খুবি কম

    • FAIHAD Contributor says:

      তাও ঠিক,তবে হ্যাকিং ওয়েবসাইটের লিংক গুলোতে বেশি।আপনার কাছে কিছু হ্যাকিং ওয়েবসাইটের লিংক থাকলে দেন প্লিজ

  2. PRINCE Contributor says:

    Thnks bto..

  3. JonyKar2 Contributor says:

    Vai tor er post ? abr

Leave a Reply

Switch To Desktop Version