আসসালামুআলাইকুম .
আশাকরি সবাই ভালো আছেন .আমিও আপনাদের দোয়াই ভালো আছি.
গত কয়েক দিন ধরে ডার্ক মুড জিনিষটা ট্রেন্ডিং হয়েগেছে Social জগতে.
প্রথমে Windows ১০ , তারপর মেসেন্জার /Facebook আর আজকে গুগল ক্রোম.
তো তাই আজকে আমি আপনাদের গুগল ক্রোমে ডার্কমুড অন করে দেখাবো তাও আবার official ভাবে !!
তো চলুন শুরুকরা যাক|
Step 1
আপডেট ক্রোম-
প্রথমে আপনার গুগল ক্রোম অ্যাপ টি 74+ ভার্সনে আপডেট দিয়ে নিন .
[বি:দ্র:-আপডেট না দিলে কাজ হবে না তাই নিচের লিংক থেকে আপডেট করে নিন.আর যাদের নেই তারা ডাওনলোড করে নিন.]
Play store Download link অথবা
Apkmirror Download link
∆
Step 2:
Flag Enabled করুন;
তারপর New tab এ ক্লিক করে লিংক অ্যাড্রেসে chrome://flags লিখে go দিন .
∆
তারপর সার্চবারে “Chrome UI dark mode” লিখে সার্চ দিন
∆
তারপর প্রথমে যে অপশনটি আসবে তা “Default” থেকে “Enable” করে দিন
∆
তারপর “Relaunch Now তে ক্লিক করুন .
∆
Step 3 :
Enable dark mode;
তারপর ক্রোমের তিন ডোট এ ক্লিক করুন
তারপর “Settings” এ ক্লিক করুন
তারপর ডার্ক মুড অপশনটি স্ক্রোল করে খুজে Enabled করুন
#ব্যাস কাজ শেষ হয়ে গেল না চালু Dark Mode On.তো এখন রাতে ব্যবহার করুন ডার্ক মুড.আর এটা গুগল প্রথম বার টেস্ট করার জন্য দিয়েছে তাই কিছু বাগ আছে .তো এটা নিজ দায়িত্বে ব্যবহার করুন.
আর হ্যা এরকম ট্রিক+ হ্যাকিং ট্রিক সবার আগে পেতে এক্ষণি ভিজিট করুন আমাদের সাইট এ.এই পোষ্টটি করেছেন আমাদের সাইট এর অথরগণ. আমাদের সাইট এ একটি মামসম্মত পোস্ট এর জন্য দেওয়া হয় 10-50 টাকা.আর 50 টাকা হলে পেমেন্ট নিতে পারবেন রিচার্য / বিকাশে.তো চিন্তা কিসের এক্ষণি ভিজিট করুন আমাদের সাইট এ. সাইট লিংক- |
আজ এই পর্যন্তই. পোস্টটি ভালো লাগলে 1+ লাইক দিবেন.আর সুন্দর 1টা মন্তব্য করে উৎসাহ্ দিবেন.
যেকোনো_প্রয়োজনে_আমি | Facebook কে. |
পেজ টি ভালো লাগলে 1+ লাইক দিবেন | আর প্রয়োজনে মেসেজ করুন. |
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন.আর Trickbd এর সাথেই থাকুন.
আল্লাহ্ হাফেজ !!