Site icon Trickbd.com

কোন এ্যাপ ছাড়াই লেখাকে ট্রান্সলেট করুন অনলাইনে, খুব সহজেই ।

Unnamed

আসসালামু আলাইকুম।
প্রথমেই বলে নিচ্ছি আমি ট্রিকবিডিতে সার্চ করে এই বিষয়ে কোন পোস্ট খুজে পাই নাই।
তারপরও যদি কোন পোস্ট থাকে, এ টপিক নিয়ে তাহলে লিংক দিবেন, এই পোস্টটি রিমুভ করে দিবো।

নিয়ে এলাম ধারুন একটা মজার ট্রিক।
আজকের ট্রিকটি খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রিক, আপনারা সাধারণত কোন লেখাকে বাংলা থেকে ইংরেজি করার জন্য যাকে আমারা ট্রান্সলেশন করা বলে থাকি।
এই ট্রান্সলেশন করার জন্য এনড্রয়েড ইউজারদের গুগল ট্রান্সলেশন এ্যাপের প্রয়োজন হয়।

কিন্তু আজকে এই ট্রিকে এটাই দেখাবো যে কিভাবে আপনি কোন এ্যাপ ছাড়া যেকোনো লেখাকে ট্রান্সলেশন করতে পারেন।
তো এটা গুগল ট্রান্সলেট এ্যাপেরই একটা অংশ, অবশ্য আমি বলতে চাচ্ছি এটা গুগলেরই একটা ফিচার।

প্রথমে আপনাকে এই লিংকে ক্লিক করতে হবে Click here to link

বা আপনি গুগলে গিয়ে সার্চবারে গিয়ে ট্রান্সলেট গুগল লিখুন তাহলেই আপনার সামনে প্রথম যে লিংকটা শো করবে ওটাতে ক্লিক করবেন।

(১)
তারপর আপনার ফোনে এরকম পেজ আসবে।
এই খালি বক্সে আপনাকে লিখতে হবে।
এরকম একটা চিহ্ন দেখতে পাচ্ছেন বক্সের উপরে ওইখানে ক্লিক করলে বাংলা থেকে ইংরেজি হবে আবার ক্লিক করলে ইংরেজি থেকে বাংলা সিলেক্ট হবে ।

(২) এবার আপনি লিখলেই অটোমেটিক দেখবেন ট্রান্সলেশন হয়ে গেছে।

আশাকরি ট্রিকটি আপনাদের কাছে ভালো লেগেছে।

আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com