আবারও সামাজিক নেটওয়ার্ক অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে গুগল।
‘শুলেইস’ নামের অ্যাপটি কাজে লাগিয়ে অনলাইনে একই বিষয়ে আগ্রহী ব্যক্তিদের সন্ধান পাওয়া যাবে। চাইলে তাদের নিয়ে নির্দিষ্ট স্থানে সরাসরি আড্ডাও দেওয়া যাবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অ্যাপটির কার্যকারিতা পরখ করছে গুগল।
আইওএস এবং অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ‘শুলেইস’ অ্যাপটিতে চাইলেই অ্যাকাউন্ট খোলা যাবে না, প্রয়োজন হবে অন্য ব্যক্তির আমন্ত্রণ। সব কিছু ঠিক থাকলে শিগগিরই আনুষ্ঠানিকভাবে অ্যাপটি উন্মোচন করা হবে।
সম্প্রতি নিরাপত্তা ত্রুটির কারণে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য প্রকাশ পাওয়ায় নিজেদের সামাজিক যোগাযোগের সাইট ‘গুগল প্লাস’ বন্ধ করেছে গুগল। ২০১১ সালে ফেইসবুকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সামাজিক যোগাযোগের সাইটটি চালু করে গুগল। কিন্তু শুরু থেকেই ব্যবহারকারীদের আস্থা অর্জনে ব্যর্থ হওয়ায় ‘শুলেইস’ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নিয়েছে গুগল।
সূত্র : দ্য ভার্জ
ফেছবুকে আমি