Site icon Trickbd.com

কিভাবে পেওনিয়ার এর ডলার রকেট একাউন্ট বা ব্যাংক একাউন্টে ট্রান্সফার করবেন।

আসসালামু আলাইকুম

পেওনিয়ার!পেওনিয়ার বা Payoneer হলো এখনকার তুমুল জনপ্রিয় একটি অনলাইন লেনদেন মাধ্যম লাইক পেপ্যাল।

যাদের পেওনিয়ার একাউন্ট নেই তারা এখান থেকে একাউন্ট খুলে নিন;-

 বাংলাদেশ থেকে ১০০% ভ্যারিফাইড Payoneer/পেওনিয়ার একাউন্ট খোলার সিস্টেম! <3

পেওনিয়ারে থাকা অর্থ আপনি খুব সহযে আপনার লোকাল ব্যাংক একাউন্ট এ ট্রান্সফার করতে পাড়বেন।

আজকের এই পোষ্টে দেখাচ্ছি কিভাবে পেওনিয়ার থেকে লোকাল ব্যাংকে ডলার ট্রান্সফার করবেন(Like, DBBL or Rocket)…

প্রথমে পেওনিয়ার একাউন্টে লগ ইন করুনঃ-

এরপরে Withdraw To Bank এ ক্লিক করুন,


এখন আপনি আপনার সকল কারেন্সির ব্যালেন্স দেখতে পাবেন।

এবার আপনি যেই কারেন্সির টাকা উইথ্র করবেন অইটাতে ক্লিক করে Withdraw button এ চাপুনঃ

এবার ব্যাংক একাউন্ট সিলেক্ট করে এমাউন্ট দিয়ে কনফার্ম করুন,

এরপর দেখবেন উইথ্র কনফার্ম হয়েছে?

ব্যাংকে কখন টাকা আসবে?

সাধারণত ব্যাংকে পেওনিয়ার ২ দিনের মধ্যেই টাকা ট্রান্সফার করে দেয়?
ধরুন,আজ ১ তারিখ উইথড্র দিলেন ঠিক ৩ তারিখ সকাল ১১টায় ব্যাংকে টাকা চলে আসবে।

আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন এই কামনাই করি।

ভ্যারিফাইড পেপ্যাল একাউন্ট বা রেডিমেড এক্টিভ অফিসিয়াল পেওনিয়ার মাষ্টার কার্ড এর জন্য যোগাযোগ করুন।+8801857834671 (Imo,WhatsApp only)