Site icon Trickbd.com

যেসকল স্মার্টফোন Android 10 Q এর আপডেট পাবে

Unnamed


Which smartphones will get Android 10 Q update?

আসসালামু আলাইকুম।

অন্যান্য সকল ধর্মাবলম্বী ভাইদের জানাই অনেক-অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

লেখার টাইটেল-ই বলে দিচ্ছে এ আর্টিকেল কি সম্বন্ধে। তাই বাড়তি বেশি কিছু লিখব না, কেননা এমনিতেই পোস্টটির সাইজ অনেক বড় হয়ে যাবে।

অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন Android 10 বা Android Q এর বিভিন্ন ফিচার সম্পর্কে জানতে পেরে বা স্বাভাবিকভাবেই নিজের অ্যান্ড্রয়েডকে লেটেস্ট ভার্সন দ্বারা আপডেটেড রাখতে আমরা অনেকেই উত্তেজিত হয়ে পড়েছি যে কখন আমাদের ফোনে অ্যান্ড্রয়েড Q এর আপডেট আসবে অথবা আদৌ আসবে কিনা! 

আসলে গুগল যখন অ্যান্ড্রয়েডের কোনো ভার্সনের ফাইনাল আপডেট রিলিজ দেয়, তারপর থেকেই বিভিন্ন স্মার্টফোন ব্র‍্যান্ডের কোম্পানিগুলো তাদের পূর্ব পরিকল্পিত মডেলগুলোতে ক্রমে-ক্রমে আপডেট পাঠিয়ে দেয়। তো এই লেখার মাধ্যমে জানা যাবে কোনো কোম্পানির ঠিক কোন স্মার্টফোন মডেলগুলো আবশ্যিকভাবে Android 10 Q এর আপডেট পাবে। 

Google Pixel

প্রথমে গুগলের নিজস্ব স্মার্টফোন ব্র‍্যান্ড পিক্সেল সিরিজ থেকেই শুরু করা যাক। পিক্সেল সিরিজের যেকয়টি স্মার্টফোন রয়েছে তার প্রত্যেকটিই Android 10 এর আপডেট পাবে, যেগুলোর লিস্ট নিম্মরূপ- 
  • Pixel 3a / Pixel 3a XL
  • Pixel 3 / Pixel 3 XL
  • Pixel 2 / Pixel 2 XL
  • Pixel / Pixel XL

২০১৯ এর সেপ্টেম্বরের ৩ তারিখ হতে পিক্সেল এর এসকল ফোনে অ্যান্ড্রয়েড 10 এর আপডেট দেয়া শুরু হয়েছে। পিক্সেল-ই হলো Android Q আপডেট পাওয়া সর্বপ্রথম স্মার্টফোন ব্র‍্যান্ড।

Samsung

স্যামসাং বর্তমান বিশ্বের স্মার্টফোন দুনিয়ার প্রবলভাবে রাজত্ব করে চলেছে। সেক্ষেত্রে স্যামসাং এরও নতুন কিছু মডেলের স্মার্টফোন অ্যান্ড্রয়েড ১০ এর আপডেট পাবে। যদিও স্যামসাং কোম্পানি নির্দিষ্ট করে কোনো মডেলের কথা প্রকাশ করেনি যে কোনগুলো Android Q আপডেট পাবে, তারপরেও আমরা নিম্মোক্ত মডেলগুলোর বিষয়ে একপ্রকার নিশ্চিত থাকতে পারি যে এগুলো আপডেট পাবে।
  • Galaxy S10, S10+ & S10e
  • Galaxy Note 10
  • Galaxy S9 & S9+
  • Galaxy Note 9
  • Galaxy S8 & S8+
  • Galaxy Note 8

ধারণা করা হয় যে S11 এর ঘোষণার সাথে Android 10 এর ব্যাপারেও খবর আসবে।

Huawei

হুয়াওয়ে বর্তমান স্মার্টফোন দুনিয়ায় দারুণ এক অবস্থানে উপনীত হয়েছে, যার কারণ এটি লো-বাজেট হাই-এন্ড ফ্লাগশিপ ফোনও ডেভলপ করে। যথাক্রমে আগস্ট ৯ ও সেপ্টেম্বর ৯ তারিখে হুয়াওয়ে কিছু স্মার্টফোনের তালিকা ও সেগুলোতে EMUI 10 তথা Android 10 Q এর আপডেট প্রদানের সম্ভাব্য সময় প্রকাশ করেছে। তা থেকে যা জানা যায় তা নিম্মরূপ-

  • Mate 20 (December 2019)
  • Mate 20 Pro (December 2019)
  • Mate 20 Lite (Q2 2020)
  • PORSCHE DESIGN Mate 20 RS (December2019)
  • Mate 20 X (December 2019)
  • Mate 20 X 5G (December 2019)
  • Mate 10 Pro (March 2020)
  • Mate 10 (March 2020)
  • PORSCHE DESIGN Mate 10 (March 2020)
  • P30 (November 2019)
  • P30 Pro (November 2019)
  • P30 Lite (March 2020)
  • P20 Pro (March 2020)
  • P20 (March 2020)
  • P20 Lite (March 2020)
  • P smart 2019 (Q2 2020)
  • P smart+ 2019 (Q2 2020)
  • P smart Z (Q2 2020)
  • HONOR 20 Lite (Q2 2020)
  • HONOR 20 (December 2019)
  • HONOR 20 PRO (Q2 2020)
  • HONOR View20 (December 2019)
  • HONOR 10 Lite (Q2 2020)
  • HONOR 10 (Q2 2020)
  • HONOR 8X (Q2 2020)

হুয়াওয়ে তার ওপরে আরোপিত নিষেধাজ্ঞা কাটিয়ে কিভাবে আবার বাজার জমজমাট করে তা দেখার বিষয় বটে।

Motorola

সফটওয়্যার বা সিস্টেম আপডেট রেসে একসময় মটোরোলা খুব এগিয়েই ছিল। কিন্তু ইদানিংকালে কিছুটা ধীর হয়ে গেছে। তারপরেও কিছু মডেলের ক্ষেত্রে শিওরভাবেই বলা যায় যে এরা Android 10 আপডেট পাবে-

  • Moto G7, G7 Power, G7 Play, and G7 Plus
  • Moto Z4
  • Moto Z3 and Z3 Play
  • Moto E6
  • Motorola One
  • Motorola One Power
  • Motorola One Action

আপডেটগুলো কখন হাজির হবে সেবিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি।

Nokia

বর্তমানে অ্যান্ড্রয়েড সিস্টেম আপডেট বা গুগল সিকিউরিটি প্যাচ প্রদানের ক্ষেত্রে নকিয়া সবচেয়ে এগিয়ে। নকিয়াকে বর্তমানে সবথেকে ক্লিন সিস্টেম সম্বলিত হিসেবে ধরা হয়, নিয়মিত আপডেটের ক্ষেত্রে তো কথাই নেই!
নকিয়া অফিসিয়ালি অ্যান্ড্রয়েড ১০ এর আপডেট সম্পর্কে ঘোষণা দিয়েছে, সে অনুযায়ী আপডেট গ্রহণের সময়সীমা-

২০১৯ এর শেষ চতুর্থাংশঃ

  • Nokia 7.1
  • Nokia 8.1
  • Nokia 9 Pureview

২০২০ এর প্রথম চতুর্থাংশঃ

  • Nokia 6.1
  • Nokia 6.1 Plus
  • Nokia 7 Plus
  • Nokia 2.2
  • Nokia 3.1 Plus
  • Nokia 3.2
  • Nokia 4.2
  • Nokia 1 Plus
  • Nokia 5.1 Plus
  • Nokia 8 Sirocco

২০২০ এর দ্বিতীয় চতুর্থাংশঃ

  • Nokia 2.1
  • Nokia 3.1
  • Nokia 5.1
  • Nokia 1

প্রতি বছরকে চার ভাগে বিভক্ত করলে চতুর্থাংশগুলো পাওয়া যাবে।

OnePlus

OnePlus তাদের স্মার্টফোনগুলোতে অতি দ্রুত আপডেট ও নতুন ফিচারসগুলো যোগ করে থাকে। OnePlus কোম্পানী সময়কে মূল্য দিয়ে দ্রুতই বাগ ফ্রি স্ট্যাবল আপডেট প্রদান করে থাকে, Android 10 Q এর ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। যেসব ফোন Q এর আপডেট পাবে-

  • OnePlus 7
  • OnePlus 7 Pro
  • OnePlus 6T
  • OnePlus 6
  • OnePlus 5T
  • OnePlus 5

এবছরের সেপ্টেম্বর হতেই OnePlus 7 ও OnePlus 7 Pro এর মাধ্যমে Q এর আপডেট প্রদান শুরু হবে।
এছাড়া অন্যান্য বিভিন্ন কোম্পানীর যেসব স্মার্টফোনগুলো Android 10 Q এর আপডেট পাবে-

  • Sony Xperia 1
  • Sony Xperia 10/10 Plus
  • BlackBerry KEY2 and KEY2 LE
  • HTC U12+
  • LG V50 ThinQ
  • LG V40 ThinQ
  • LG G8 ThinQ
  • LG G7 ThinQ
  • ASUS ROG Phone
  • ASUS ROG Phone 2
  • ZTE Axon 9 Pro
  • Razer Phone
  • Razer Phone 2

যদি আপনি Essential Phone এর ইউজার হন, তাহলে ইতিমধ্যেই নিশ্চয়ই আপডেট পেয়ে গেছেন। Essential Phone সেপ্টেম্বরের ৩ তারিখ হতেই পিক্সেল ডিভাইসের সাথে একই দিন হতে Q আপডেট প্রদান শুরু করে।
বর্তমান সময় হলো Android 10 Q এর প্রাথমিক পর্যায়। সেক্ষেত্রে ধীরে-ধীরে আরো স্মার্টফোন মডেল উন্মুক্ত হবে এবং সেগুলোও Android 10 এর আপডেটের অন্তর্ভুক্ত হবে। কিছু-কিছু ফোন অবশ্য স্টকভাবেই Android 10 নিয়ে রিলিজ হবে। সেসকল ঘোষণার অপেক্ষা করতে করতে এ আর্টিকেল আজ এপর্যন্তই সমাপ্ত হলো।

পোস্টটি ভালো না লাগলে দুঃখিত। কোনো ভুল পেলে দয়া করে জানাবেন, আমি অতি শীঘ্র তা সংশোধন করতে চেষ্টা করব; শুধু-শুধু কমেন্টে নিন্দনীয় ভাষা ব্যবহার করে নিজের বংশ সম্বন্ধে অন্যদেরকে খারাপ কিছু ভাবনার সুযোগ দিবেন না।

My Facebook Profile

ধন্যবাদ।।।