Site icon Trickbd.com

[Hot] এখন আপনার প্রিয় Smartphone দিয়ে কন্ট্রোল করুন আপনার ঘরের Smart Bulb খুব সহজেই

Unnamed

#TrickBDCompetition

আসসালামু আলাইকুম ।
আশা করি সবাই ভালো আছেন ।।

##চমৎকার একটি পোস্ট আবার লিখতে বসলাম ।
বেশী কথা বলব না কারণ পোস্ট টা এমনিতেই অনেক বড় হয়ে যাবে তাই কথা বাড়ালাম না ।

##সামনে আমার J.S.C EXAM তাই প্রিয় ট্রিকবিডি কে বেশী সময় দিতে পারছি না । আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন J.S.C তে ভালো একটা রেজাল্ট বাবা মাকে উপহার দিতে পারি ।
*
*
*

##Xiaomi এর ভারতে ইতি মধ্যেই Mi Smart Bulb এর বিক্রি শুরু হয়ে গিয়েছে।

##এই স্মার্ট বাল্ব এর ভারতীয় দাম মাত্র 1,299 টাকা।

##এই স্মার্ট বাল্বটি আপনি শুধুমাত্র অনলাইন এই কিনতে পারবেন
Flipkart, Amazon আর
Mi.com

ওয়েবসাইট এর মাধ্যমে।

##এছাড়া এই স্মার্ট বাল্ব এ থাকছে Amazon Alexa ও Google Assistant এর সুবিধা।

##Xiaomi কোম্পানি দাবি করেছে কোন রকম কোন আসুবিধা ছাড়াই এই বাল্বটি 11 বছর চলবে।


##এই Xiaomi এর Mi Smart Bulb এ কি
কি ফিচার্স রয়েছে:-

1) এই স্মার্ট বাল্বটি
আপনাকে 10W এ লাইট প্রদান করবে।

2) এছাড়া এতে থাকছে 16 মিলিয়ন কালার। এতে আপনি ইচ্ছে মতো কালার চেঞ্জ করতে পারবেন।

3) এই স্মার্ট বাল্বটিকে
আপনি ওয়াইফাই এর মাধ্যমে আপনার স্মার্টফোন থেকে
কন্ট্রোল করতে পারবেন। এর জন্য বাল্বটি কেনার পর আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে।

4) Xiaomi তরফ থেকে বলা হয়েছে এই স্মার্ট বাল্বটি আপনার 11 বছর চলবে।

5) এছাড়াও এই স্মার্ট
বাল্বটিতে থাকছে Amazon
Alexa ও Google Assistant এর সাপোর্ট।

##এই স্মার্ট বাল্বটি সম্পূর্ণ
ওয়্যার লেস এটাকে আপনি আপনার স্মার্টফোন থেকে অন

অফ করতে পারবেন। আপনি চাইলে ইচ্ছে মত কালার ও পালটাতে পারবেন।

##এছাড়াও আপনি বাল্বটির ব্রাইটনেস কমা বাড়া করতে পারবেন এবং ও টাইম শিডিউল করতে পারবেন।

Buy Link


Amazon Buy Link:- http://Amzn.to/2XRDkF1
Flipkart Buy Link:
Search On Web

##তো আজ এখানেই শেষ করছি , আবার দেখা হবে অন্য কোনো পোস্ট এ , যদি ভালো লাগে তবে আপনার মূল্যবান মন্তব্য টি জানাবেন ।