Site icon Trickbd.com

আসুন জেনে নেই ফেসবুক ফ্রি হলেও যেভাবে ব্যাবসা করে ফেসবুক ইনকাম করে [ALL FACEBOOK USER MUST SEE]

Unnamed


আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।আজকে আমি জানাব কিভাবে ফেসবুক টাকা আয় করে। তো চলুন শুরু করা যাক।বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহার করা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

এখন এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে ফেসবুক নাম শুনে নাই। কিন্তু এই ফেসবুক এখন কোনো ডাটা ছাড়াও চালানো যায়। এখন মনে একটা প্রশ্ন আসতেই পারে যে ফেসবুক তাহলে আয় করে কিভাবে না কোনো স্বার্থ ছাড়াই তারা ফ্রি সার্ভিস দেয়? আসলে তারা কোনো স্বার্থ ছাড়াই ফেসবুক ফ্রি করে দেয় নি। ফেসবুক এ ফ্রি ছবি upload,কথা বলা ফ্রি। তাহলে তাদের ব্যাবসা টা কোথায় ?আমারা যখন ফেসবুক ব্যবহার করি তখন আমাদের টাইম লিনে মাঝেমধ্যে বিভিন্ন পণ্যের ভন্ন তথ্য ভেসে আসে। এটা এমনিতে আসে না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ‘বুস্ট’ করে। ওর্থাৎ ফেসবুক কে টাকা দিয়ে বিজ্ঞাপন দেয়। তখন ফেসবুক আমাদের কাছে পাঠায়। ফেসবুকের বাবসাইক আইডিয়া আরো বিস্তর। তারা বর্তমানে একাধিক ম্যাধ্যমে ব্যাবসা করে। জনপ্রিয় গেম আসে তাদের।

আমরা সেটি খেলছি ফ্রি, কিন্তু আমাদের মোবাইলে যে তৃতীয় পক্ষের বিজ্ঞাপন হাজির করে ফেসবুক নিয়ে যাচ্ছে বিশাল অংকের টাকা।

আজ এই পর্যন্ত। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর সবসময় TRICBD এর সাথেই থাকবেন এরকম প্রয়জনীয় টিপস পেতে।

খোদা হাফেজ।
আপনাদের যদি পোস্টি ভালো লাগে তাহলে....করে যাবেন