আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..?
আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি
আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যে কিভাবে কোনো ভুল নাম্বারে টাকা সেন্ড করলে সেটা ইনস্ট্যান্ট ব্যাক নিয়ে আসবো
সো বেশি বক বক করবো না চলুন পোস্টে আগানো যাক
স্ক্রিন শট গুলা লক্ষ্য করুন
???????????
প্রথমে আপনাদের একাউন্টে লগইন করুন
লগইন করা হলে পোস্ট ফলো করুন
আমার ব্যালান্স দেখতে পাইতাসেন কত আসে
তারপর সেন্ড মানি অপশন এ ক্লিক দিন
তারপর যার নাম্বারে টাকা পাঠাবেন তার নাম্বার দিয়ে amount বসাই দিন
তারপর নিচের মত একটা নোটিশ দিবে সেটা ভালো করে লক্ষ্য করুন
তারপর সেন্ড মানি করতে টাপ এ ক্লিক দিয়ে দিন
তারপর সেম ভাবে নোটিস দিবে এবং সেন্ড মানি টি প্রকিয়াধীন থাকবে ।
অবশ্য যে নাম্বারে টাকা দিসেন সে নাম্বারে টাকা চলে যাবে
অবশ্য সেই একাউন্ট যদি ৭২ ঘণ্টার মধ্যে বিকাশ একাউন্টটি একটিভ না করে তাহলে অটোম্যাটিক টাকা আপনার একাউন্টে ব্যাক আসবে ।
কিন্তু আপনি চাইলেও ইনস্ট্যান্ট ব্যাক নিয়ে আসতে পারবেন
সে জন্য নেক্টস স্টেপ ফলো করুন
আবারও বিকাশের হোম পেজে আসুন তারপর সেন্ড মানি অপশন এ ক্লিক দিয়ে দিন
তারপর যে নাম্বারে টাকা সেন্ড করেছেন সেটা নিচের মত করে সো করবে
তারপর বাতিল অপশনে ক্লিক দিয়ে দিন
তারপর সেন্ড মানি বাতিল করতে হা তে ক্লিক করে দিন
ইনস্ট্যান্ট টাকা ব্যাক চলে আসবে নিচের মত
বিদ্র:
যাদের এখনো বিকাশ একাউন্ট হয়নি সেসব নাম্বারে যদি ভুল করে টাকা সেন্ড হওয়ে যায় তাহলে আপনারা এভাবে কাজ করে টাকা ইনস্ট্যান্ট ব্যাক নিয়ে আসতে পারবেন।
কোভিড-১৯ যা করোনা ভাইরাস নামে পরিচিত – সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করেছে। এশিয়ার বিভিন্ন অংশ এবং এর বাইরেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। সাধারণ সতর্কতা অবলম্বন করে আপনি এই ভাইরাসটির সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনতে পারেন। তাই সবাই সতর্কতা অবলম্বন করি।
#StayHome#StaySafe
আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন ।