প্রথমেই সবাইকে জানাচ্ছি সালাম!

আজকের ট্রিকটি অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। ?

হ্যাঁ,আজকের এই ট্রিকটির মাধ্যমে আপনি আপনার শখের ওয়েবসাইটটিতে ভিজিটর সংখ্যা বাড়াতে পারবেন।এই ট্রিকটি ফলো করে আপনারা আপনাদের ওয়েবসাইটে লাইভ টিভি চ্যানেল এড করতে পারবেন।যা আপনার কষ্টের ওয়েবসাইটে ভিজিটর আনতে মুখ্য ভূমিকা পালন করবে। তো আ মরা জানি যে,টিভি চ্যানেল ওয়েবসাইটে এড করতে দরকার টিভি চ্যানেলগুলোর স্ট্রিমিং লিংক।যা অনেকেই টাকা দিয়ে কিনে থাকেন বা অনেকের হাতে পায়ে ধরে সংগ্রহ করেন।কিন্তু এসব টিভির লিংকগুলো অনেকটা অস্থায়ী।তাই পুনরায় আবার টাকা দিয়ে বা অন্য কোনো পন্থায় সংগ্রহ করতে হয়!

তো আজকের ট্রিকটি আপনাকে এক্ষেত্রে টিভির লিংকগুলো বের করতে সহযোগীতা করবে।এখন থেকে আপনি নিজেই যেকোন টিভি চ্যানেলের লিংক বের করতে পারবেন।

তো চলুন বেশি কথা না বলে কাজে চলে যাই। ?

কার্যপ্রণালীঃ

১) প্রথমে এই লিংক থেকে এপটি ডাউনলোড করে নিন।

২) এরপর Zip ফাইলটি আনজিপ করে নিন।
আনজিপ করতে পাসওয়ার্ডের প্রয়োজন হবে।পাসওয়ার্ডটি হলোঃ bdallroundertv

ZArchiver এপ দিয়ে ফাইলটি আনজিপ করতে পারেন।
এপের লিংক এখানে

৩) এবার জিপ ফাইলটি আনজিপ করলে নিচের এপটি পাবেন।সেটি ইনস্টল করে ওপেন করুন।

৪) এরপর

৫) এরপর

৬)এরপর

৭) এরপর

৮) এরপর

১০) এবার আপনাকে এমন একটি এপ সিলেক্ট করতে হবে।যেসব এপে লাইভ টিভি দেখা যায়। যেমনঃ live net tv ইত্যাদি

অথবা অনেক ওয়েবসাইট আছে,যেগুলোতে লাইভ টিভি দেখা যায়।তো সেসব ওয়েবসাইটের মাধ্যমে লিংক সংগ্রহ করতে পারেন।সেজন আপনি যে ব্রাউজার দ্বারা ওয়েবসাইটটি ভিজিট করবেন,সেই ব্রাউজারটি সিলেক্ট করতে হবে।যেমনঃ গুগল ক্রোম।

তো আমি নিচের এপটি দিয়ে টিভির লিংক সংগ্রহ করবো।সেজন্য আমি সেই এপটির লিংক লিখে সার্চ দিলাম এবং সেটি সিলেক্ট করলাম।

নিচের মতো আসবে।হোম বাটন প্রেস করে কেটে দিন।ব্যাকগ্রাউন্ড থেকে কাটবেন না।

১১) এরপর যে টিভি দেখার এপটি সিলেক্ট করলেন,সেটি ওপেন করুন।

১২) আমি Sony Ten2 চ্যানেলের লিংক বের করবো।সেজন্য সেই চ্যানেলটি প্লে করবো।

১৩) প্লে করা হলে স্ক্রিনের উপর ঘন ঘন টাচ করতে থাকুন।প্রায় ৭-৮ সেকেন্ড অনবরত টাচ করতে থাকুন।

১৪)এবার এপটি ব্যাকগ্রাউন্ড থেকে কেটে দিন এবং আমাদের ডাউনলোড করা এপটি পুনরায় ওপেন করুন।এরপর লাল বক্সের মতো চিহ্নটিতে ক্লিক করে স্টপ করে দিন।

১৫) এবার নিচের দেখানো জায়গায় ক্লিক করুন।

১৬) এবার এখান থেকে কিছু লেখা কপি করতে হবে।
প্রথমে Host লেখার পরে 103.205.133.19 (এই লেখাটির শেষে / চিহ্নটি দিবেন) কপি করে যেকোনো নোট প্যাডে লিখুন।অবশ্যই কপি করা লেখাটির পূর্বে http:// এটিও লিখে নিবেন নোট প্যাডে।

১৮) এবার Get লেখাটির পরের অংশ থেকে HTTP লেখার আগ পর্যন্ত কপি করবেন অর্থ্যাৎ hls/ten2.m3u8 এইটুকু।

এবার আমরা প্রথমে যে লেখাটা কপি করেছিলাম সেটির সাথে কোনো রকম স্পেস ছাড়া কপি করে দিবেন।

ঠিক এরকম লিংক হবেঃ http://103.205.133.19hls/ten2.m3u8

১৯) এবার প্রমাণের জন্য যেকোন ব্রাউজের লিংকটি কপি করে পেস্ট করে দেই!

২০) এই দেখুন চ্যানেল প্লে হচ্ছে ??

২১) এবার চ্যানেলটি যদি আপনার ওয়েবসাইটের কোনো একটা জায়গায় দেখাতে চান তাহলে নিচের কোডগুলো দরকার হবে।কোডগুলো আপনারা Zip ফাইলটির ভিতরে পেয়ে যাবেন।

এবার কোড কপি করে “TV Channel” এর জায়গায় আপনি যে চ্যানেলটি দেখাতে চান,সেটির লিংক এড করে দিবেন।আপনি আপনার ওয়েবসাইটের যেখানে চ্যানেল দেখাতে চান,সেখানে কোডগুলো কপি করে পেস্ট করে দিলেই হবে।

এরপরেও না বুঝলে বা বুঝতে অসুবিধা হলে নিচের ভিডিওটি দেখে নিতে পারেন।তাহলে আর কোনো রকম সমস্যা হবে না।

ভিডিও লিংকঃ ক্লিক করুন (Youtube)

(ভিডিও embed আকারে দেওয়া যাচ্ছে না।তাই এভাবে দেওয়ার জন্য দুঃখিত)

এরকম আরো ট্রিক সবার আগে পেতে BD Allrounder TV চ্যানেলটিকে সাবসক্রাইব করুন।

চ্যানেল লিংকঃ BD Allrounder TV

আজ এ পর্যন্তই।পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ট্রিক নিয়ে।ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন,সুস্থ থাকুন।
★★★ধন্যবাদ★★★

33 thoughts on "[Hot Post] যেকোনো টিভি চ্যানেলের লিংক বের করুন এবং আপনার ওয়েবসাইটে টিভি চ্যানেল এড করে ভিজিটর বাড়ান! ?"

    1. M.T Author Post Creator says:
      আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
    2. Murad Hasan Media Contributor says:
      Kaja lagcha post ta. Welcome
  1. Abdus Sobhan Author says:
    ai to holo MTr moto kaj bro
    jodi live radior babosta ta kore diten tahole arektu vhala hoito
    1. M.T Author Post Creator says:
      ইনশাল্লাহ নেক্সট পোস্টে ট্রাই করবো,ভাই।
  2. Rayhan Hosen Refat Author says:
    iframe korte https lage. so full jene post koren
    1. M.T Author Post Creator says:
      আমি Wapkiz সাইটে http দিয়ে iframe ট্রাই করে দেখেছি।তাই আমি সেটার উদাহরণ দিয়েই লিখেছি।আপনার না হলে https দিয়ে করেন।সমস্যা নেই।কিন্তু না জেনে কথা বলবেন না,প্লিজ।
    2. Murad Hasan Media Contributor says:
      Iframe http dia o hoy bro….
  3. Rakibnil Contributor says:
    ভাই ভালো একটা টিভি App bd all tv থাকবে এমবিও কম কাটবে এমন এপ দেন প্লিজ Website এত ভালো না ভাই
    1. M.T Author Post Creator says:
      আপনি Toffee এপ ব্যবহার করতে পারেন,ভাই।আপনি আপনার ইচ্ছেমতে ভিডিও কোয়ালিটি চেঞ্জ করে নিতে পারেন।যাতে করে আপনার চাহিদা অনুযায়ী এমবি কাটবে।এপটি গুগল প্লে-স্টোরেই পেয়ে যাবেন।
    2. ShaRiar IMRAN Contributor says:
      Hd Streamz
  4. Lipon Islam Author says:
    অনেক সুন্দর ট্রিক
    1. M.T Author Post Creator says:
      আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ,ভাই। ?
  5. Mahim Author says:
    সব যায়গায় host/hls/ten2.m3u8 থাকে না,অনেকটায় host/index.m3u8 ও থাকে,আলাদা কিছুও থাকে।বত্ব অনেক ভালো পোস্ট
    1. M.T Author Post Creator says:
      সব জায়গায় একই লেখা থাকে না,ভাই।এটা আমিও জানি,ভাই। তবে আমি যেভাবে বলেছি,সেভাবে করলে যে লেখাই থাক না কেন লিংক কাজ করবে।তবে লিংকের শেষে বা মধ্যে কোনো জায়গাতেই m3u8 না থাকলে লিংক কাজ করবে না!
    2. Mahim Author says:
      index.m3u8 থাকলে তো আর কাজ করবে না। m3u8 ফরমেট দিয়েই তো লাইভ স্ট্রিম করা হয়,এটা ছাড়া কিভাবে হবে!
  6. reaz101 Contributor says:
    Jagobd, Bioscope এগুলা হবে
    1. M.T Author Post Creator says:
      এসব প্রিমিয়াম টাইপের এপগুলো ব্যবহার না করাই ভালো।এগুলার লিংক পেলেও ৫-১০ মিনিট পর কাজ করবে না।
  7. Dip Dey - Walker #57341 Contributor says:
    Radio-hitz.com এর রেডিও এর লিংক বের করবো কিভাবে ?
    1. M.T Author Post Creator says:
      ভাই,রেডিও লিংকগুলো কিভাবে বের করবেন,সেটির ট্রিক পরবর্তী পোস্টে দেওয়ার চেষ্টা করবো,ভাই।
  8. Jamil Contributor says:
    HBO original tar link kmne pabo??? Bangladesh e je HBO movie channel aseh oita na….
  9. msali Contributor says:
    Apni j tv app ta use koren setar link dite parben plz??
  10. Umar Author says:
    এটা সিম্পল প্রসেস,,,।। আরো advance কিছু আসতেছে,,।।
  11. Arnok Contributor says:
    arnokbd.blogspot.com এ আপনারা টিভি এবং রেডিও দুটোই পাবেন ফ্রিতে
  12. ডাউনলোড হচ্ছে না
  13. Rafi Contributor says:
    vai download kmne krbo…??
    download hoy na toh…!?

Leave a Reply